২০১৪ এএফসি মহিলা এশীয় কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৪ এএফসি মহিলা এশিয়ান কাপ
বিবরণ
স্বাগতিক দেশ ভিয়েতনাম
তারিখ১৪ মে–২৫ মে
দল৮ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ (২টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন জাপান (১ম শিরোপা)
রানার-আপ অস্ট্রেলিয়া
তৃতীয় স্থান গণচীন
চতুর্থ স্থান দক্ষিণ কোরিয়া
পরিসংখ্যান
ম্যাচ১৭
গোল সংখ্যা৬৭ (ম্যাচ প্রতি ৩.৯৪টি)
দর্শক সংখ্যা৪৫,২৫০ (ম্যাচ প্রতি ২,৬৬২ জন)
শীর্ষ গোলদাতা
সেরা খেলোয়াড়জাপান আয়া মিয়ামা[১]


২০১৪ এএফসি মহিলা এশিয়ান কাপ ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন পরিচালিত মহিলাদের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেটার মাধ্যমে ২০১৫ ফিফা মহিলা বিশ্বকাপএর অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যেত। এটা ভিয়েতনামে ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। জাপান অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের জন্য মহাদেশীয় শিরোপা লাভ করে।

স্টেডিয়াম[সম্পাদনা]

নিম্নলিখিত দুটি স্থানে খেলাগুলি হয়েছিল:-

থু দাউ মট হো চি মিন সিটি
গো দাউ স্টেডিয়াম থঙ নাট স্টেডিয়াম
ধারণ ক্ষমতা: ১৮,২৫০ ধারণ ক্ষমতা: ১৫,০০০

দলসমূহ[সম্পাদনা]

দল যোগ্যতার্জন পদ্ধতি যোগ্যতার্জনের তারিখ
 অস্ট্রেলিয়া ২০১০ এএফসি মহিলা এশিয়ান কাপ প্রথম চার ২১ মে ২০১০
 জাপান ২২ মে ২০১০
 গণচীন ২৩ মে ২০১০
 দক্ষিণ কোরিয়া ২৬ সেপ্টেম্বর ২০১২
 জর্ডান গ্রুপ এ জয়ী ৯ জুন ২০১৩
 মিয়ানমার গ্রুপ ডি জয়ী ২৫ মে ২০১৩
 থাইল্যান্ড গ্রুপ বি জয়ী
 ভিয়েতনাম গ্রুপ সি জয়ী ২৬ মে ২০১৩
  • = প্রথম আত্মপ্রকাশ

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জাপান ১৩ +১১ নকআউট পর্ব এবং
মহিলা বিশ্বকাপ
 অস্ট্রেলিয়া +৪
 ভিয়েতনাম (H) −৪ ৫ম স্থান
 জর্ডান ১৩ −১১
উৎস: AFC
(H) স্বাগতিক।

ফলাফল[সম্পাদনা]

স্বাগতিক \ সফরকারী  অস্ট্রেলিয়া  জাপান  ভিয়েতনাম  জর্ডান
অস্ট্রেলিয়া  ২–২
জাপান  ৪–০ ৭–০
ভিয়েতনাম  ০–২ ৩–১
জর্ডান  ১–৩
অজানা তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

গ্রুপ বি[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 দক্ষিণ কোরিয়া ১৬ +১৬ নকআউট পর্ব এবং
মহিলা বিশ্বকাপ
 গণচীন ১০ +১০
 থাইল্যান্ড ১২ −১০ ৫ম স্থান
 মিয়ানমার ১৭ −১৬
উৎস: AFC

ফলাফল[সম্পাদনা]

স্বাগতিক \ সফরকারী  দক্ষিণ কোরিয়া  গণচীন  মিয়ানমার  থাইল্যান্ড
দক্ষিণ কোরিয়া  ০–০ ১২–০
গণচীন  ৭–০
মিয়ানমার  ০–৩
থাইল্যান্ড  ০–৪ ২–১
অজানা তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

নক-আউট পর্ব[সম্পাদনা]

ব্র্যাকেট[সম্পাদনা]

  সেমিফাইনাল ফাইনাল
২২ মে
   জাপান (অ.স.প.)    
   গণচীন   ১  
 
২৫ মে
       জাপান  
     অস্ট্রেলিয়া   ০
তৃতীয় স্থান নির্ধারণী
২২ মে ২৫ মে
   দক্ষিণ কোরিয়া   ১    গণচীন  
   অস্ট্রেলিয়া        দক্ষিণ কোরিয়া   ১
  ৫ম স্থান নির্ধারক
এ৩   ভিয়েতনাম
বি৩   থাইল্যান্ড

৫ম স্থান নির্ধারক[সম্পাদনা]

ভিয়েতনাম ১–২ থাইল্যান্ড
তুয়েত ডাঙ গোল ৮৬' Report সুং-নগোয়েন গোল ৪৮'৬৫'
দর্শক সংখ্যা: ১৮,০০০
রেফারি: সাচিকো ইয়ামাগিসি (জাপান)

সেমি-ফাইনাল[সম্পাদনা]

জাপান ২–১ (অ.স.প.) গণচীন
সাওয়া গোল ৫১'
ইওয়াসিমিজু গোল ১২০+২'
Report লি দোঙ্গা গোল ৮০' (পে.)
দর্শক সংখ্যা: ৭০০
রেফারি: পান্নিপার কামনেউং (থাইল্যান্ড)
দক্ষিণ কোরিয়া ১–২ অস্ট্রেলিয়া
পার্ক ইউন-সান গোল ৫৩' (পে.) Report গরি গোল ৪৭'
কেলন্ড-নাইট গোল ৭৭'
দর্শক সংখ্যা: ৭০০
রেফারি: রীতা গনি (মালয়েশিয়া)

তৃতীয় স্থান নির্ধারক[সম্পাদনা]

গণচীন ২–১ দক্ষিণ কোরিয়া
পার্ক ইউন-সান গোল ৩' (আ.গো.)
ইয়াং লি গোল ৯০+৩'
Report ইউ ইয়ং-এ গোল ৮০'
দর্শক সংখ্যা: ৫০০
রেফারি: সাচিকো ইয়ামাগিসি (জাপান)

ফাইনাল[সম্পাদনা]

জাপান ১–০ অস্ট্রেলিয়া
ইওয়াসিমিজু গোল ২৮' Report
দর্শক সংখ্যা: ১০,০০০
রেফারি: কিন লিয়াং (চীন)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Marvelous Miyama bags 'MVP' award"the-afc.com। ২৫ মে ২০১৪। 

বহিঃসংযোগ[সম্পাদনা]