বিষয়বস্তুতে চলুন

২০০৯ নারী ক্রিকেট বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২০০৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ থেকে পুনর্নির্দেশিত)
২০০৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ
২০০৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপের লোগো
তারিখ৭ – ২২ মার্চ
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ পর্বনক-আউট
আয়োজক অস্ট্রেলিয়া
বিজয়ী ইংল্যান্ড (৩য় শিরোপা)
রানার-আপ নিউজিল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ইংল্যান্ড ক্লেয়ার টেলর
সর্বাধিক রান সংগ্রহকারীইংল্যান্ড ক্লেয়ার টেলর (৩২৪)
সর্বাধিক উইকেটধারীইংল্যান্ড লরা মার্শ (১৬)

২০০৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি: 2009 Women's Cricket World Cup) মহিলা ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর। মহিলা ক্রিকেট বিশ্বকাপের এ প্রতিযোগিতাটি স্বাগতিক অস্ট্রেলিয়াতে দ্বিতীয়বারের মতো ৭ থেকে ২২ মার্চ, ২০০৯ সালে অনুষ্ঠিত হয়। এরপূর্বে অস্ট্রেলিয়া ১৯৮৮ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশের মর্যাদা পেয়েছিল। প্রতিযোগিতায় ইংল্যান্ডের নারীরা ৩য় বারের মতো ট্রফি জয় করে। চূড়ান্ত খেলায় তারা নিউজিল্যান্ড মহিলা দলকে ৪ উইকেটে পরাভূত করে।

দলসমূহ

[সম্পাদনা]
যোগ্যতা অর্জনের মাধ্যম[] সংখ্যা দল
২০০৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ
(সেরা ৬টি দল)
 অস্ট্রেলিয়া
 ইংল্যান্ড
 ওয়েস্ট ইন্ডিজ
 নিউজিল্যান্ড
 ভারত
 শ্রীলঙ্কা
২০০৮ মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব  পাকিস্তান
 দক্ষিণ আফ্রিকা
মোট

খেলার ধরণ

[সম্পাদনা]

৮টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে, গ্রুপ এ, বি। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে যাবে। গ্রুপ এবং বি-এর চতুর্থ স্থানের দলগুলি ৭ম স্থান নির্ধারক প্লে-অফে অপরের মুখোমুখি হবে।

সুপার-সিক্স পর্বে গ্রুপ এবং বি-এর শীর্ষ তিনটি দল একটি গ্রুপে একত্রিত হবে। প্রতিটি দল তাদের গ্রুপ পর্বে সুপার-সিক্স কোয়ালিফাইং দলের বিরুদ্ধে যে পয়েন্ট, জয়, নেট রান রেট অর্জন করেছে তা বহন করবে।

প্রতিটি দল সুপার-সিক্স পর্বে তিনটে করে ম্যাচ খেলবে অর্থাৎ এ১ দল সুপার-সিক্সে শুধুমাত্র বি১, বি২ এবং বি৩ এর সাথে খেলবে। একইভাবে বি২ খেলবে এ১, এ২ এবং এ৩ এর বিপক্ষে।

সুপার-সিক্স পর্বের শীর্ষ দুটি দল ফাইনালে যাবে।

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
 নিউজিল্যান্ড +২.০১৫ সুপার সিক্স
 অস্ট্রেলিয়া +০.৭১৪
 ওয়েস্ট ইন্ডিজ −০.৬৫৫
 দক্ষিণ আফ্রিকা −১.৭৭৭ ৭ম স্থান নির্ধারক
উৎস: ইএসপিএন[]

গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
 ইংল্যান্ড +১.৯২১ সুপার সিক্স
 ভারত +০.৯২২
 পাকিস্তান −০.৯৬১
 শ্রীলঙ্কা −১.২৮০ ৭ম স্থান নির্ধারক
উৎস: ইএসপিএন[]

সুপার সিক্স

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
 নিউজিল্যান্ড +১.১৮০ ফাইনাল
 ইংল্যান্ড +১.১৫৭
 ভারত +১.১০৫ ৩য় স্থান নির্ধারক
 অস্ট্রেলিয়া +০.৮৫০
 পাকিস্তান −২.৫৮৯ ৫ম স্থান নির্ধারক
 ওয়েস্ট ইন্ডিজ −১.৫৫৯
উৎস: ইএসপিএন[]

স্থান নির্ধারক প্লে-অফ

[সম্পাদনা]

৭ম স্থান নির্ধারক

[সম্পাদনা]
১৪ মার্চ ২০০৯
শ্রীলঙ্কা 
৭৫ (৩৯ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৭৬/১ (২৮.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী[]
নর্থ সিডনি ওভাল ২, নর্থ সিডনি
আম্পায়ার: জেফ ব্রুকস (অস্ট্রেলিয়া) এবং নীল হ্যারিসন (জাপান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেন ফন নাইকার্ক (দক্ষিণ আফ্রিকা)

৫ম স্থান নির্ধারক

[সম্পাদনা]
২১ মার্চ ২০০৯
পাকিস্তান 
১৩১ (৪৬.৩ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৩৫/৭ (৪৬.৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী[]
ড্রামিয়ন ওভাল, ড্রামিয়ন
আম্পায়ার: শাহুল হামিদ (ইন্দোনেশিয়া) এবং লাকানি ওয়ালা (পাপুয়া নিউগিনি)
ম্যাচ সেরা খেলোয়াড়: শানেল ডেলি (ওয়েস্ট ইন্ডিজ)

৩য় স্থান নির্ধারক

[সম্পাদনা]
২১ মার্চ ২০০৯
অস্ট্রেলিয়া 
১৪২ (৪৪.৪ ওভার)
 ভারত
১৪৫/৭ (৪৩.৫ ওভার)
  • অস্ট্রেলিয়ার ইনিংসের ১৩.৩ ওভার চলাকালীন ম্যাচটি বৃষ্টি দ্বারা বিঘ্নিত হওয়ায়, ৪৬ ওভারের ম্যাচ খেলা হয়েছিল।

ফাইনাল

[সম্পাদনা]
২২ মার্চ ২০০৯
নিউজিল্যান্ড 
১৬৬ (৪৭.২ ওভার)
 ইংল্যান্ড
১৬৭/৬ (৪৬.১ ওভার)
লুসি ডুলান ৪৮ (৫৭)
নিকি শ ৪/৩৪ (৮.২)
ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী[]
নর্থ সিডনি ওভাল, নর্থ সিডনি
আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) এবং ব্রায়ান জার্লিং (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকি শ (ইংল্যান্ড)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "How teams qualified"International Cricket Council। ১৪ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০০৯
  2. 1 2 3 "ICC Women's World Cup 2008/09/Table"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২১
  3. "7th place play-off: South Africa Women v Sri Lanka Women at Sydney, Mar 14, 2009"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০০৯
  4. "5th place play-off: Pakistan Women v West Indies Women at Sydney, Mar 21, 2009"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০০৯
  5. "3rd place play-off: Australia Women v India Women at Sydney, Mar 21, 2009"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০০৯
  6. "Final: England Women v New Zealand Women at Sydney, Mar 22, 2009"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০০৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:২০০৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ টেমপ্লেট:অস্ট্রেলিয়াতে মহিলা আন্তর্জাতিক ক্রিকেট দলের সফর