২০০৬ সান সালভাদোর অ্যাটেনকোয় নাগরিক বিক্ষুদ্ধতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৬ সালে সান সালভাদোর অ্যাটেনকোয় নাগরিক বিক্ষুদ্ধতা।

সান সালভাদোর অ্যাটেনকোয় নাগরিক বিক্ষুদ্ধতা শুরু হয়েছিল বুধবার, ৩ মে ২০০৬ সালে, যখন সেখানকার পুলিশ মেক্সিকো সিটি থেকে প্রায় ৩০ কিমি (১৯ মা) দূরবর্তী মেক্সিকো রাজ্যের টেক্সকোকোর একটি স্থানীয় বাজার থেকে ৬০ জন ফুল বিক্রেতার একটি দলকে প্রতিহত করে। সহিংসতা এড়াতে ও প্রতিরোধকারীদের বিরুদ্ধে মেক্সিকো পুলিশ গ্রেপ্তার আদেশ জারি করে। ২০০২ সালে, ফুল বিক্রেতারা উত্তরপূর্ব মেক্সিকো সিটির প্রায় ২৫ কিমি (১৬ মা) দূরবর্তী সান সালভাদোর অ্যাটেনকোর একটি ক্ষুদ্র প্রতিবেশী সম্প্রদায়ের নিকট আবেদন জানান, তাদের জমির উপর একটি বিমানবন্দরের উন্নয়ন প্রতিরোধের জন্য। অ্যাটেনকোর অধিবাসীরা তাদের শহরের নিকটবর্তী টেক্সকোকো মূখী মহাসড়ক অবরোধ করেন। এর প্রতিক্রিয়ায়, অবরোধ প্রতিহত করতে শত শত রাজ্য পুলিশ নিয়োগ করা হয়েছিল, কিন্তু পাঁচবার চেষ্টার পর তারা ব্যর্থ হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদন[সম্পাদনা]

উৎস[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CNDH pide reparar daño por operativos de Atenco"eluniversal.com.mx। El Universal। অক্টোবর ১৭, ২০০৬। সংগ্রহের তারিখ মে ২১, ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]