বিষয়বস্তুতে চলুন

২০০০ ওএফসি নেশন্স কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০০ ওএফসি নেশন্স কাপ
Coupe d'Océanie des nations 2000
2000 OFC Aibu te Fenua
বিবরণ
স্বাগতিক দেশতাহিতি
তারিখ১৯–২৮ জুন
দল৬ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ১ (১১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (৩য় শিরোপা)
রানার-আপ নিউজিল্যান্ড
তৃতীয় স্থান সলোমন দ্বীপপুঞ্জ
চতুর্থ স্থান ভানুয়াতু
পরিসংখ্যান
ম্যাচ১০
গোল সংখ্যা৪৮ (ম্যাচ প্রতি ৪.৮টি)
দর্শক সংখ্যা৫৫০ (ম্যাচ প্রতি ৫৫ জন)
শীর্ষ গোলদাতাঅস্ট্রেলিয়া ক্রেগ ফস্টার
অস্ট্রেলিয়া ক্লেটন জেন
(উভয় ৫টি করে গোল)

২০০০ ওএফসি নেশন্স কাপ তাহিতির পাপিতেতে অনুষ্ঠিত হয়েছিল।[] ৬টি অংশগ্রহণকারী দল ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যারা সঠিকভাবে যোগ্যতা অর্জন করেছিল, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতু যারা মেলানেশিয়া কাপ থেকে যোগ্যতা অর্জন করেছিল, কুক দ্বীপপুঞ্জ এবং তাহিতি যারা পলিনেশিয়া কাপ থেকে যোগ্যতা অর্জন করেছিল। ফাইনালে অস্ট্রেলিয়া ২–০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। তৃতীয় স্থানের জন্য সলোমন দ্বীপপুঞ্জ ভানুয়াতুকে ২–১ গোলে হারিয়েছিল।

ফিজি এই সংস্করণে যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু তারপর ২০০০ ফিজিতে অভ্যুত্থানের কারণে প্রত্যাহার করেছিল এবং তার ভানুয়াতুকে পরিবর্তে প্রতিস্থাপিত করা হয়েছিল।

বাছাইপর্ব

[সম্পাদনা]

২০০০ মেলানেশিয়া কাপ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ফিজি (C, H) ১৩ +৯ ১০
 সলোমন দ্বীপপুঞ্জ ১০ +১ ২০০০ ওএফসি নেশন্স কাপে যোগ্যতা অর্জন
 ভানুয়াতু ১২ +৫
 নতুন ক্যালিডোনিয়া ১১ ১১
 পাপুয়া নিউগিনি ১৯ −১৫
উৎস: []
(C) চ্যাম্পিয়ন; (H) স্বাগতিক।

সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতু* যোগ্যতা অর্জন করেছিল।

  • ফিজিতে নাগরিক অস্থিরতা সংঘটিত হওয়ার কারণে ফিজির পরিবর্তে ভানুয়াতুকে প্রতিস্থাপিত করা হয়েছিল।

২০০০ পলিনেশিয়া কাপ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 তাহিতি (C, H) ৩০ +২৮ ১২ ২০০০ ওএফসি নেশন্স কাপে যোগ্যতা অর্জন
 কুক দ্বীপপুঞ্জ +৩
 সামোয়া ১৩ +৭
 টোঙ্গা ১৫ −১১
 মার্কিন সামোয়া ২৯ −২৭
উৎস: []
(C) চ্যাম্পিয়ন; (H) স্বাগতিক।

তাহিতি এবং কুক দ্বীপপুঞ্জ যোগ্যতা অর্জন করেছিল।

পাপিতে
স্টেড প্যাটার
ক্ষমতা: ১১,৭০০
২০০০ ওএফসি নেশন্স কাপ (তাহিতি)

দলীয় সদস্য

[সম্পাদনা]
২০০০ ওএফসি নেশন্স কাপ দলীয় সদস্য দেখুন।

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 অস্ট্রেলিয়া ২৩ +২৩ নকআউট পর্ব উত্তীর্ণ
 সলোমন দ্বীপপুঞ্জ −২
 কুক দ্বীপপুঞ্জ ২২ −২১
উৎস: []
অস্ট্রেলিয়া ১৭–০ কুক দ্বীপপুঞ্জ
অ্যাগোস্টিনো গোল ১৮'৫৩'৬৮'
মাস্কাট গোল ২১'৪৫' (পে.)
টিয়াটো গোল ২৪'
ফস্টার গোল ৩০'৪২'৫১'৮০'
জদ্রিলিক গোল ৩৫'৬৫'
পোপোভিচ গোল ৬০'
কোরিকা গোল ৭০'
জেন গোল ৮২'৮৭'৮৯'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১,০০০
রেফারি: রোনান লিউস্টিক (তাহিতি)

সলোমন দ্বীপপুঞ্জ ৫–১ কুক দ্বীপপুঞ্জ
সুরি গোল ৩৩'
মেনাপি গোল ৪৭'
সামানি গোল ৬৩'
ওমোকিরিও গোল ৭৪'
কোটো গোল ৮৮'
[১] শেফার্ড গোল ৫৫'
দর্শক সংখ্যা: ১,০০০
রেফারি: হ্যারি অ্যাটিসন (ভানুয়াতু)

অস্ট্রেলিয়া ৬–০ সলোমন দ্বীপপুঞ্জ
চিপারফিল্ড গোল ৬'
জেন গোল ১৩'৩৫'
ওমোকিরিও গোল ৩৬' (আ.গো.)
মাস্কাট গোল ৩৯' (পে.)
কার্ডোজো গোল ৪৩'
[২]
দর্শক সংখ্যা: ৩০০
রেফারি: জোয়াকিম সোসোনগান (পাপুয়া নিউগিনি)

গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 নিউজিল্যান্ড +৪ নকআউট পর্ব উত্তীর্ণ
 ভানুয়াতু −১
 তাহিতি (H) −৩
উৎস: []
(H) স্বাগতিক।

নিউজিল্যান্ড ৩–১ ভানুয়াতু
ক্রিস কিলেন গোল ৪৭'৮৪'
জোনাথন পেরি গোল ৫৬'
রিচার্ড আইওয়াই গোল ১৪'
দর্শক সংখ্যা: ৫০০

ভানুয়াতু ৩–২ তাহিতি
জিমি বেন গোল ৪৯'
রিচার্ড আইওয়াই গোল ৬০'
জর্জিনা তুরা গোল ৭৭'
জঁ-লুপ রুশো গোল ২' (পে.)
হ্যারল্ড আমারু গোল ৮৭'
দর্শক সংখ্যা: ৩০০

নকআউট পর্ব

[সম্পাদনা]

বন্ধনী

[সম্পাদনা]
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২৫ জুন – পাপিতে
 
 
 অস্ট্রেলিয়া
 
২৮ জুন – পাপিতে
 
 ভানুয়াতু
 
 অস্ট্রেলিয়া
 
২৫ জুন – পাপিতে
 
 নিউজিল্যান্ড
 
 নিউজিল্যান্ড
 
 
 সলোমন দ্বীপপুঞ্জ
 
তৃতীয় স্থান
 
 
২৮ জুন – পাপিতে
 
 
 ভানুয়াতু
 
 
 সলোমন দ্বীপপুঞ্জ

সেমি-ফাইনাল

[সম্পাদনা]

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

[সম্পাদনা]

ফাইনাল

[সম্পাদনা]
অস্ট্রেলিয়া ২–০ নিউজিল্যান্ড
শন মারফি গোল ৪০'
ক্রেগ ফস্টার গোল ৬৬'
দর্শক সংখ্যা: ৩০০
রেফারি: হ্যারি অ্যাটিসন (ভানুয়াতু)

গোলদাতা

[সম্পাদনা]
৫টি গোল
৪টি গোল
২টি গোল
১টি গোল
আত্মঘাতী গোল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Oceanian Nations Cup 2000"। RSSSF। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "RSSSF" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে