হ্যান্ডবুক অব দ্য বার্ডস অব ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হ্যান্ডবুক অব দ্য বার্ডস অব ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান (Handbook of the Birds of India and Pakistan) হলো ভারতীয় পক্ষীবিশারদ সালিম আলীসিডনি ডিলন রিপলি রচিত একটি গ্রন্থ। গ্রন্থটিকে সালিম আলীর শ্রেষ্ঠ রচনা হিসেবে অভিহিত করা হয়। গ্রন্থটির শিরোনামের সাথে এই বাক্যাংশটিও সংযুক্ত: “টুগেদার উইথ দোজ অব বাংলাদেশ, নেপাল, সিকিম, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা”। ১০ খণ্ডের এই গ্রন্থাবলিকে অনেক সময় “হ্যান্ডবুক” হিসেবে অভিহিত করা হয়। ১৯৬৪ সালে গ্রন্থের কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৭৪ সালে। সম্পূর্ণ গ্রন্থটির একটি “অখণ্ড সংস্করণ”-ও প্রকাশ করা হয়। এছাড়া ১৯৮৩ সালে ডিলন রিপলির সাথে, জন হেনরি ডিকের আঁকা চিত্র-সংবলিত অ্যা পিকটোরিয়াল গাইড টু দ্য বার্ডস অব দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট প্রকাশিত হয়। এই খণ্ডগুলোকে হ্যান্ডবুকের “দ্বিতীয় সংস্করণ” হিসেবে অভিহিত করা হয়।[১] ১৯৮৭ সালে সালিম আলী এবং ২০০১ সালে রিপলির মৃত্যুর পর অন্যান্য বিজ্ঞানীরা, বিশেষত বিএনএইচএসের জে এস সেরাও, ব্রুস বিহলার, মিশেল ডেসফায়েস ও পামেলা সি রাসমুসেন কর্তৃক গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।[১]

বালাম
প্রকাশের তারিখসহ
  • ১ – ডাইভার্স টু হকস (১ম সংস্করণ ১৯৬৮, ২য় সংস্করণ ১৯৭৮)
  • ২ – মেগাপডস টু ক্র‍্যাব প্লোভার (১ম সংস্করম ১৯৬৯, ২য় সংস্করণ ১৯৮০)
  • ৩ – স্টোন কারলিউস টু আউলস (১ম সংস্করণ ১৯৬৯, ২য় সংস্করণ ১৯৮১)
  • ৪ – ফ্রগমাউথস টু পিটাস (১ম সংস্করণ ১৯৭০, ২য় সংস্করণ ১৯৮৩)
  • ৫ – লার্কস টু দ্য গ্রে হাইপোকলিয়াস (১ম সংস্করণ ১৯৭২, ২য় সংস্করণ ১৯৮৬)
  • ৬ – কাক্কু-শ্রাইকস টি বাবাক্সেজ (১ম সংস্করণ ১৯৭১, ২য় সংস্করণ ১৯৯৬)
  • ৭ – লাফিং থ্রাশেস টু দ্য ম্যানগ্রোভ হুইসলার (১ম সংস্করণ ১৯৭২, ২য় সংস্করণ ১৯৯৬)
  • ৮ – ওয়ার্ব্লার্স টু রেডস্টার্টস (১ম সংস্করণ ১৯৭৩, ২য় সংস্করণ ১৯৯৭)
  • ৯ – রবিনস টু ওয়্যাগটেইলস (১ম সংস্করণ ১৯৭৩, ২য় সংস্করণ ১৯৯৯)
  • ১০ – ফ্লাওয়ারপেকার্স টু বানটিংস (১ম সংস্করণ ১৯৭৪, ২য় সংস্করণ ১৯৯৮)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ali, S & SD Ripley (১৯৯৯)। Handbook of the Birds of India and Pakistan. Edition 210। Oxford University Press। 

টেমপ্লেট:বই-অসম্পূর্ণ