হ্মার জাতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হ্মার জাতি (যারা মার নামেও অভিহিত হয়) উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর এবং মিজোরাম, পশ্চিম মায়ানমার ( বার্মা ) এবং পূর্ব বাংলাদেশে বসবাসকারী একটি জাতিগোষ্ঠী।[১] এদের ব্যবহৃত ভাষা হলো হ্মার যার থেকে এদের নামকরণ হয়েছে।

জনসংখ্যা[সম্পাদনা]

হ্মার জাতির লোকেরা ভারতের উত্তর পূর্ব সীমান্তবর্তী রাজ্যগুলিতে বেশি সংখ্যায় বসবাস করে। বিশেষ করে মণিপুর এবং মিজোরাম তাদের প্রধান বাসভূমি। তাদের কিছু অংশ পশ্চিম মায়ানমার ( বার্মা ) এবং পূর্ব বাংলাদেশে বসবাস করে।

২০১১ সালের ভারতীয় আদমশুমারি অনুসারে, ৯৮,৯৮৮ জন হ্মার জনজাতির লোকেদের খোজ পাওয়া গেছে।[২]

মণিপুর[সম্পাদনা]

মনিপুর রাজ্য হ্মার জনজাতির লোকেদের অন্যতম জনপ্রিয় আবাসস্থল। ২০১১ সালের আদমশুমারিতে, মণিপুরে ৪৯,০৮১ জন হ্মার লোকেদের সন্ধান পাওয়া গিয়েছে।[৩]

মিজোরাম[সম্পাদনা]

মিজোরামে ক্ষারদের সঠিক জনসংখ্যা জানা যায়নি। ১৯০১ সালের প্রথম আদমশুমারিতে ১০,৪১১ জন হ্মার ভাষাভাষীর অন্তর্ভু‌ক্তি ছিল। ১৯৬১ সালে তাদের জনসংখ্যা ৩,১১৮ এবং তারপর ১৯৭১ সালে ৪,৫২৪ জন মোট হিসাবে মূল্যায়ন করা হয়েছিল। ২০০১ সালের আদমশুমারিতে, মিজোরামে ১৮,১৫৫ হ্মার ভাষাভাষী লোকেদের সন্ধান পাওয়া গেছে। কিন্তু মিজোরামের বেশিরভাগ হ্মার মিজো ভাষায় কথা বলে।[৪]

ধর্ম[সম্পাদনা]

হ্মার জনগণের সিংহভাগ খ্রিস্টান ধর্ম অনুসরণ করে।

উৎপত্তি স্থল[সম্পাদনা]

হ্মার জাতিদের অধিকাংশই ছিল চাষাবাদকারী অর্থাৎ তারা চাসবাস করে জীবন ও জীবিকা নির্ধারণ করত। ওয়েলশ ধর্মপ্রচারক ওয়াটকিন রবার্টস ১৯১০ সালে দক্ষিণ মণিপুরের হ্মারদের খ্রিস্টধর্মের সাথে পরিচয় করিয়ে দেন।[৫] এরপর তাদের বেশিরভাগ লোক খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Manipur :: Meitei Mayek News :: 11th nov22 ~ E-Pao! Headlines" ꯑꯍꯥꯟꯕ ꯃꯥꯔ ꯌꯨꯊ ꯑꯦꯁꯣꯁꯤꯑꯦꯁꯟꯒꯤ ꯀꯟꯐꯦꯔꯦꯟꯁ ꯂꯣꯏꯁꯤꯟꯈ꯭ꯔꯦe-pao.net (মণিপুরী ভাষায়)। India। সংগ্রহের তারিখ ২০২২-১১-১২ 
  2. "Languages Not Specified In The Eighth Schedule (Non-scheduled Languages)" (পিডিএফ)censusindia.gov.in। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  3. "C-16 Population By Mother Tongue"censusindia.gov.in। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২১ 
  4. "MIZORAM DATA HIGHLIGHTS : THE SCHEDULED TRIBES Census of India 2001" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  5. Impact of Religious Journal on the Hmar Tribe in Manipur