হোসেন কুলী বেগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খান-ই-জাহান
সুবাহদার

হোসেন কুলী বেগ
ব্যক্তিগত তথ্য
জন্মঅজ্ঞাত
মৃত্যু১৫৭৮
তান্ডার, সুবাহ্ বাংলা
ধর্মইসলাম
পিতামাতাওয়ালী বেগ জুল-কদর (বাবা)
যে জন্য পরিচিতবাংলার সুবাহদার
কাজসেনাপতি
আত্মীয়খান-ই-খানান বৈরাম খান (মামা)

খান-ই-জাহান হোসেন কুলী বেগ মুঘল সম্রাট আকবরের অধীনে একজন উচ্চপদস্থ সেনাপতি ছিলেন। তার উপাধী ছিলোখান-ই-জাহান এবং ১৫৭৫ সালে সম্রাট আকবর তাকে এই উপাধি দিয়ে বাংলার সুবাহদার নিযুক্ত করেন।[১]

জন্ম ও পারিবারিক পরিচিতি[সম্পাদনা]

হোসেন কুলী বেগের জন্ম সাল সম্পর্কে কিছু জানা যায় না; তবে তিনি ছিলেন ওয়ালী বেগ জুল-কদরের পুত্র এবং বৈরাম খান খান-ই-খানানের ভাগ্নে।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মুগল সম্রাট আকবরের সেনাবাহিনীর একজন সাধারণ সৈনিক হিসেবে তার কর্মজীবন শুরু করে তিনি বৈরাম খানের বিদ্রোহকালে তার পিতাসহ বৈরাম খানের পক্ষ গ্রহণ করলে বৈরাম খানের পতনের পর বন্দি হোন এবং কিছুদিন কারাভোগের পর ক্ষমা প্রাপ্ত হয়ে পূর্ব পদে পুনর্বহাল হোন।[১]

মৃত্যু[সম্পাদনা]

১৫৭৮ সালের ১৯ ডিসেম্বর তিনি মারা যান।[১]

আরও দেখুন[সম্পাদনা]

পূর্বসূরী
মুনিম খান
সুবাহ বাংলার সুবাহদার
১৫৭৫–১৫৭৮
উত্তরসূরী
মুজাফফর খান তুরবারি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এ.এ শেখ মোহম্মদ আসরারুল হক চিশতি (২০১২)। "হোসেন কুলী বেগ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743