হোরাস হেম্যান উইলসন
উইলসন হোরেস হ্যামেন | |
---|---|
জন্ম | ২৬ সেপ্টেম্বর ১৭৮৬ |
মৃত্যু | ৮ মে ১৮৬০ |
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | সোহো স্কয়ার, সেন্ট টমাস হাসপাতাল |
পেশা | ব্রিটিশ উপনিবেশিক সরকারি কর্মকর্তা |
পরিচিতির কারণ | প্রাচ্যবিদ |
উইলসন হোরেস হ্যামেন (২৬ সেপ্টেম্বর ১৭৮৬ – ৮ মে ১৮৬০) হলেন একজন প্রখ্যাত অধ্যাপক ও শিক্ষাবিদ এবং ঔপনিবেশিক আমলের ব্রিটিশ পদস্থ সরকারি কর্মকর্তা।[১] যদিও তিনি ইন্ডিয়া কোম্পানির মেডিক্যাল সার্ভিসের সদস্য হিসাবে উপমহাদেশে আসেন, তথাপি তিনি প্রাচ্যবিদ হিসাবেই সমধিক পরিচিত।[২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]উইলসন হোরেস হ্যামেন ১৭৮৬ সালের ২৬ সেপ্টেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন এবং প্রথমে লন্ডনের সোহো একাডেমী ও পরে সেন্ট টমাস হাসপাতালে শিক্ষা লাভ করেন।[১][৩]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি ১৮০৮ সালে ভারতে আসেন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেডিক্যাল সার্ভিসে যোগদান করলেও পরবর্তীতে তা ত্যাগ করে কলকাতা টাকশালে মুদ্রা-ধাতু পরীক্ষক হিসেবে যোগদান করে ১৮৩২ সালে ভারতবর্ষ ত্যাগের পূর্ব পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।[১] এরপর তিনি ১৮৩৩ সাল থেকে অক্সফোর্ডে এবং পরবর্তীতে ১৮৩৬ সাল থেকে লন্ডনে ভারত বিষয় অধ্যাপক হিসাবে দায়িত্ব পাল করেন।[২][৪] তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিষয়ক প্রথম "বোডেন প্রফেসর" ছিলেন।[৫]
রচনাবলী
[সম্পাদনা]তিনি ভারতবর্ষের বিভিন্ন বিষয়াবলী নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেন, যার মধ্যে রয়েছেঃ[১][২]
- Lectures on the Religious and Philosophical Systems of the Hindus (১৮৪০);
- Ariana Aqtinua (সংস্কৃত ব্যাকরণ);
- A Historical Account of the Burmese War;
- History of British India (সম্পাদিত - দ্বিতীয় সংস্করণ);
- Hindu Law (সম্পাদিত - দ্বিতীয় সংস্করণ);
- Glossary of Judicial and Revenue Terms (১৮৫৫)।
- Mackenzie Collection-1828
- English Translation of Meghduta
- Translation of RigVeda in 6th Edition
- Vishnu Puranaa-1840
আরও দেখুন
[সম্পাদনা]- চার্লস উইলকিন্স;
- হেনরি টমাস কোলব্রুক;
- কলকাতা টাকশাল;
- এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল;
- রয়্যাল এশিয়াটিক সোসাইটি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ সিরাজুল ইসলাম (জানুয়ারি ২০০৩)। "উইলসন, হোরেস হ্যামেন"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮। ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
- ↑ ক খ গ "Horace Hayman Wilson"। 1902 Encyclopedia। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮।
- ↑ "Horace Hayman Wilson"। Oxford Reference। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮।
- ↑ "Horace Hayman Wilson"। The Royal Academy of Arts। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮।
- ↑ "Horace Hayman Wilson"। Oxford Reference। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হোরেস হ্যামেন উইলসন - বাংলাপিডিয়া হতে সংকলিত নিবন্ধ।