হোমি মোতিবালা
অবয়ব
হোমি ডাডি মোতিবালা (জন্ম: ১৮ জুন, ১৯৫৮) একজন ভারতীয় ক্রীড়াবিদ যিনি পোতচালনার সঙ্গে যুক্ত। [১]
১৯৯৩ সালে সেরা পোতচালক হিসাবে উনি অর্জুন পুরস্কার পান। ক্রীড়াক্ষেত্রে সামগ্রিক সেরা অবদানের জন্য উনি পি কে গর্গের সঙ্গে যৌথভাবে ১৯৯৪-৯৫ সালের রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারে সন্মানিত হন। [২] ২০০২ সালে দ্রোণাচার্য পুরস্কার পান পোতচালনার শ্রেষ্ঠ প্রশিক্ষক রূপে।[৩] গর্গের সঙ্গে একসাথে ১৯৯০ বেইজিং এবং ১৯৯৪ হিরোশিমা এশিয়ান গেমসে উনি ওপেন এন্টারপ্রাইজ বর্গে ব্রোঞ্জ পদক জেতেন।[৪] ১৯৯৩ এ ওনারা ওই বর্গে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন।
মোতিবালা ভারতীয় নৌবাহিনীর কমান্ডার পদাধিকারী। ১৯৮৩ সালে বীরত্বের জন্য উনি শৌর্য চক্র সন্মানে ভূষিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Garg, Chitra (২০১০)। Indian champions : profiles of famous Indian sportspersons। Delhi: Rajpal & Sons। পৃষ্ঠা 365–366। আইএসবিএন 9788170288527।
- ↑ "List of Rajiv Khel Ratna Awardees"। Sports Authority of India। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "National Sports Awards"। Yatching Association of India। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Asian Games Sailing"। Yatching Association of India। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭।