হোজাই বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হোজাই
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৯১ নং চিহ্নিত কেন্দ্রটি হোজাই
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৯১ নং চিহ্নিত কেন্দ্রটি হোজাই
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগকেন্দ্রীয় আসাম
জেলাহোজাই
কেন্দ্র নং.৯১
লোকসভা কেন্দ্র১০. নগাঁও
নির্বাচনী বছর২,৬৫,৮৮৬ (২০২১)

হোজাই বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৬৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (ছয় বার)।

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,৬৫,৮৮৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,৩৬,৩১১ জন এবং নারী ভোটার ১,২৯,৫৭০ জন। এছাড়াও পাঁচজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। হোজাই বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৫১।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ২,২৫,৯৮০ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,১৯,১২০ জন এবং নারী ভোটার ১,০৬,৮৫৫ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,০৪,০৭৪ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০৭,০৩৪ জন এবং নারী ভোটার ৯৭,০৪০ জন।[৩]

বিধানসভার সদস্য[৪][সম্পাদনা]

নির্বাচন বিধায়ক রাজনৈতিক দল সময়কাল
২০২১ রামকৃষ্ণ ঘোষ বিজেপি ২০২১-বর্তমান
২০১৬ শিলাদিত্য দেব ২০১৬-২১
২০১১ অর্ধেন্দু কুমার দে আইএনসি ২০১১-১৬
২০০৬ আদিত্য লাংথাসা এআইইউডিএফ ২০০৬-১১
২০০১ অর্ধেন্দু কুমার দে আইএনসি ১৯৯১-২০০৬
১৯৯৬
১৯৯১
১৯৮৫ শান্তিরঞ্জন দাশগুপ্ত স্বতন্ত্র ১৯৮৫-৯১
১৯৮৩ সাধনরঞ্জন সরকার আইএনসি ১৯৮৩-৮৫
১৯৭৮ শান্তিরঞ্জন দাশগুপ্ত জেপি ১৯৭৮-৮৩
১৯৭২ ইদ্রিস আলি ফকির আইএনসি ১৯৭২-৭৮
১৯৬৭ আর আহমেদ স্ব ১৯৬৭-৭২

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০২১ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : হোজাই[৫]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রামকৃষ্ণ ঘোষ ১,২৫,৭৯৯ ৫৬.৬৪% +২.২৫
কংগ্রেস দেবব্রত সাহা ৯২,০০৮ ৪১.৪৩% +২৩.৩০
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৭২৪ ০.৭৮% +০.০৯
জয়ের ব্যবধান ৩৩,৭৮২ ১৫.৩৩% -১৩.৪৪
ভোটার উপস্থিতি ২,২০,৩৭২ ৮৩.২৪% -২.৮৭
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং +২.২৫

২০১৬ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬: হোজাই[৬]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি শিলাদিত্য দেব ১,০৫,৬১৫ ৫৪.৩৯ +৩৫.৫৩
গণতান্ত্রিক মোর্চা ধনীরাম থাউসেন ৪৯,৭৫৬ ২৫.৬২ -৬.২৭
কংগ্রেস ডঃ অর্ধেন্দু কুমার দে ৩৫,২০৭ ১৮.১৩ -২৬.২৬
নির্দল মো. জাকির হোসেন ১,৪৩২ ০.৭৩ অপ্রযোজ্য
নির্দল মাইনুল হক ৭৯৫ ০.৪০ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৩৪২ ০.৬৯ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ৫৫,৮৫৯ ২৮.৭৭ +১৬.২৭
ভোটার উপস্থিতি ১,৯৪,১৪৭ ৮৬.১১ +৬.৮৫
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং +৪.৬৪

ফলাফল - ২০১১[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১১: হোজাই
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস ডঃ অর্ধেন্দু কুমার দে ৭০,৬৪৯ ৪৪.৩৯
গণতান্ত্রিক মোর্চা ডঃ আদিত্য লাংথাসা ৫০,৭৫৫ ৩১.৮৯
বিজেপি শিলাদিত্য দেব ৩০,০১১ ১৮.৮৬
অগপ নারায়ণ চন্দ্র ভৌমিক ২,৬২৩ ১.৬৪
সিপিআই(এম) যোগেশ্বর দাস ১,৫৭৭ ০.৯৯
নির্দল দেব প্রসাদ চৌহান ১,৪২০ ০.৮৯
তৃণমূল দেবাশিস দত্ত ৯৪১ ০.৫৯
সসংমো মো. আবদুল করিম ৬৭২ ০.৪২
নির্দল অরুণ দেব ৪৭৬ ০.২৯
সংখ্যাগরিষ্ঠতা ১৯,৮৯৪ ১২.৫০
ভোটার উপস্থিতি ১,৫৯,১২৪ ৭৯.২৬
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Ratabari constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/hojai-election-result-s03a091/
  4. "List of Wiining MLA's from Hojai Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)। 
  6. "Hojai Election Results, Candidate list, Winner, Runner-up and Current MLAs"। election.in। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬