বিষয়বস্তুতে চলুন

হোক্কাইদো কোন্সাদোলে সাপ্পোরো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোন্সাদোলে সাপ্পোরো
পূর্ণ নামহোক্কাইদো কোন্সাদোলে সাপ্পোরো
ডাকনামকোন্সা
প্রতিষ্ঠিত১৯৩৫; ৮৯ বছর আগে (1935)
মাঠসাপ্পোরো ডোম
ধারণক্ষমতা৪১,৪৮৪
মালিকইসাও ইশিমিজু (১১.৪%)
ইশিয়া (৯.৫%)[]
সভাপতিজাপান ইয়োশিকাজু নোনমুরা
ম্যানেজারসার্বিয়া মিহাইলো পেত্রোভিচ
লিগজে১ লিগ
২০২০১২তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

হোক্কাইদো কোন্সাদোলে সাপ্পোরো (ইংরেজি: Hokkaido Consadole Sapporo, জাপানি: 北海道コンサドーレ札幌; সাধারণত কোন্সাদোলে সাপ্পোরো নামে পরিচিত) হচ্ছে সাপ্পোরো ভিত্তিক একটি জাপানি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জাপানের শীর্ষ স্তরের ফুটবল লিগ জে১ লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৩৫ সালে তোশিবা হোরিকাওয়া-চো ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ৪১,৪৮৪ ধারণক্ষমতাবিশিষ্ট সাপ্পোরো ডোমে কোন্সা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সার্বীয় সাবেক ফুটবল খেলোয়াড় মিহাইলো পেত্রোভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়োশিকাজু নোনমুরা। জাপানি মধ্যমাঠের খেলোয়াড় হিরোকি মিয়াজাওয়া এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

ঘরোয়া ফুটবলে, কোন্সাদোলে সাপ্পোরো এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি জাপান ফুটবল লিগ শিরোপা রয়েছে। মাকোতো সুনাকাওয়া, হিরোকি মিয়াজাওয়া, কাজুমাসা উয়েসাতো, কেন তোকুরা এবং ইয়োশিহিরো উচিমুরার মতো খেলোয়াড়গণ কোন্সাদোলে সাপ্পোরোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2013 業務報告書" [2013 Financial report] (পিডিএফ) (জাপানি ভাষায়)। ফেব্রুয়ারি ১, ২০১৪। সেপ্টেম্বর ১, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৩, ২০১৫ 
  2. "কোন্সাদোলে সাপ্পোরো"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১১ মে ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]