হেসবার্গার
অবয়ব
ধরন | Osakeyhtiö |
---|---|
শিল্প | রেস্তোরাঁ |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৬ |
সদরদপ্তর | তুর্কু , ফিনল্যান্ড |
প্রধান ব্যক্তি | আর্নে আহো সিইও |
পণ্যসমূহ | ফাস্ট ফুড |
১৫,০০,০০,০০০ ইউরো | |
কর্মীসংখ্যা | ৮,০০০ (২০২০) |
ওয়েবসাইট | http://www.hesburger.fi/ |
হেসবার্গার (ফিনীয় ভাষায়: Hesburger) ফিনল্যান্ডের তুর্কু শহর ভিত্তিক একটি ফাস্ট ফুড চেইন। বর্তমানে এটি ফিনল্যান্ডের বৃহত্তম হ্যামবার্গার রেস্তোরাঁ; মার্কিন কোম্পানি ম্যাকডোনাল্ড্সের অবস্থান ২য়। ১৯৯২ সালে এটির মাত্র ১২টি শাখা ছিল। এর পরের দশকে হেসবার্গার ফিনল্যান্ডের ৬০টি শহরে প্রায় ২০০টি শাখায় প্রসার লাভ করেছে। আন্তর্জাতিক বাজারেও হেসবার্গার নাম লিখিয়েছে। এস্তোনিয়া, জার্মানি, লাতভিয়া ও লিথুয়ানিয়াতে এর শাখা আছে। সিরিয়াতে স্বল্প সময়ের জন্য একটি শাখা খোলা হলেও অলাভজনক বলে বন্ধ হয়ে যায়।
ফিনল্যান্ডের তুর্কু শহরে একটি হেসবার্গার হোটেলও আছে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Hesburger – Official site