হেয়র্হি বুশ্চান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেয়র্হি বুশ্চান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হেয়র্হি মিকলায়োভিচ বুশ্চান
জন্ম (1994-05-31) ৩১ মে ১৯৯৪ (বয়স ২৯)[১]
জন্ম স্থান ওডেসা, ইউক্রেন
উচ্চতা ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
দিনামো কিয়েভ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৭–২০০৯ চর্নমরেৎস অদেসা
২০১০–২০১১ দিনামো কিয়েভ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১– দিনামো কিয়েভ ৫৬ (০)
২০১৪–২০১৫ দিনামো কিয়েভ ২ ২৪ (০)
জাতীয় দল
২০১০ ইউক্রেন অনূর্ধ্ব-১৬ (০)
২০০৯ ইউক্রেন অনূর্ধ্ব-১৭ (০)
২০১১–২০১২ ইউক্রেন অনূর্ধ্ব-১৮ (০)
২০১২–২০১৩ ইউক্রেন অনূর্ধ্ব-১৯ (০)
২০২০– ইউক্রেন ১০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৩৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৩৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হেয়র্হি মিকলায়োভিচ বুশ্চান (ইউক্রেনীয়: Георгій Миколайович Бущан, ইংরেজি: Heorhiy Bushchan; জন্ম: ৩১ মে ১৯৯৪; হেয়র্হি বুশ্চান নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর ইউক্রেনীয় প্রিমিয়ার লিগের ক্লাব দিনামো কিয়েভ এবং ইউক্রেন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১০ সালে, বুশ্চান ইউক্রেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ইউক্রেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন;[২] ইউক্রেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি ইউক্রেনের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, বুশ্চান এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি দিনামো কিয়েভের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হেয়র্হি মিকলায়োভিচ বুশ্চান ১৯৯৪ সালের ৩১শে মে তারিখে ইউক্রেনের ওডেসায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Георгий Бущан"Dynamomania.com (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১ 
  2. "France v Ukraine game report"ইএসপিএন। ৭ অক্টোবর ২০২০। 

বহিঃসংযোগ[সম্পাদনা]