রাগ হেম বেহাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হেম বেহাগ থেকে পুনর্নির্দেশিত)

হেম বেহাগ উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্তর্গত একটি গভীর রাত্রির রাগ। এর জনক ওস্তাদ বাবা আলাউদ্দিন খান।

মূল[সম্পাদনা]

রাগ হেম বেহাগ এর উৎস এর হতে অধিক প্রচলিত রাগ বেহাগ।হেম বেহাগ এবং বেহাগ উভয়ই রাগ হেমন্তের অনুরূপ। এই রাগ সাধারণত শুদ্ধ মধ্যম (বাদী) এবং নি(সমবাদি)-কে কেন্দ্র করে আবর্তিত হয়। কিন্তু তা পরিবর্তনশীল।

গঠন[সম্পাদনা]

  • আরোহণঃ নি সা গা মা (শুদ্ধ) নি সা
  • অবরোহণঃ নি ধা মা (শুদ্ধ) পা মা গা মা রে সা

রাগটি শোনার জন্য ভালো উৎস হতে পারেঃ

  1. ওস্তাদ আলী আকবর খানরবিশঙ্কর
  2. পণ্ডিত নিখিল ব্যানার্জী [১]

তথ্যসূত্র[সম্পাদনা]