হেনোক-সোনলিন পারপুরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেনখ স্কনলেইন পারপুরা
প্রতিশব্দIgA vasculitis,[১] anaphylactoid purpura,[২] purpura rheumatica,[২] Schönlein–Henoch purpura[২]
নিম্নপদ ও পাছায় পারপুরা
উচ্চারণ
বিশেষত্বত্বকবিদ্যা

হেনোক-সোনলিন পারপুরা (Henoch-Schonlein purpura) হলো ছোট ছোট রক্তপ্রবাহের প্রদাহজনিত কারণে চামড়া, অস্থিসন্ধি, বৃক্ক এবং অন্ত্রের রক্তপাত ঘটার একটি অসুখ। শিশুদের মধ্যে এই রোগ দেখা যায়। গলায় সংক্রমণের পর এই রোগ দেখা দেয়। অস্বাভাবিক এলার্জির জন্যেও এই রোগ হতে পারে।

লক্ষণ[সম্পাদনা]

  • নিতম্ব এবং হাত-পায়ের পিছন দিকে কুমকুম রঙের কালশিটে দেখা দেওয়া
  • সন্ধিতে রক্তক্ষরণের ফলে ব্যথা ও ফুলা হওয়া
  • পেটের কামড়ানি ব্যাথা ও মলের সাথে রক্তপাত হওয়া

চিকিৎসা[সম্পাদনা]

বিশ্রাম এবং ব্যথানাশক ওষুধে এই রোগ সেরে যায়। তবে অসুখের মাত্রা বেশি হলে কর্টিকোস্টেরয়েড প্রয়োগ করা লাগে। নইলে বৃক্কদাহ চলতে থাকলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. J. C. Jennette; R. J. Falk; P. A. Bacon; ও অন্যান্য (জানুয়ারি ২০১৩)। "2012 Revised International Chapel Hill Consensus Conference Nomenclature of Vasculitides"Arthritis & Rheumatism65 (1): 1–11। ডিওআই:10.1002/art.37715পিএমআইডি 23045170 
  2. Rapini RP, Bolognia JL, Jorizzo JL (২০০৭)। Dermatology। St. Louis: Mosby। আইএসবিএন 1-4160-2999-0