হিরো (২০২২-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিরো
প্রচারমূলক পোস্টার
পরিচালকশ্রীরাম অদিত্য
প্রযোজকপদ্মাবতী গল্লা
রচয়িতাশ্রীরাম অদিত্য
শ্রেষ্ঠাংশেঅশোক গল্ল
নিধি অগেরওয়াল
সুরকারঘিব্রান
চিত্রগ্রাহকসমীর রেডি
রিচার্ড প্রাসাদ
সম্পাদকপ্রবীণ পুদি
প্রযোজনা
কোম্পানি
আমরা রাজা গ্রুপ
মুক্তি
  • ১৫ জানুয়ারি ২০২২ (2022-01-15)
স্থিতিকাল১৩২ মিনিট
দেশভারত
ভাষাতেলুগু

হিরো হল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় তেলেগু ভাষার মারপিট এবং রোমাঞ্চকরধর্মী একটি চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন শ্রীরাম অদিত্য। এটি প্রযোজনা করেছেন আমারা রাজা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অশোক গল্লা এবং নিধি আগরওয়াল। এছাড়াও সমর্থন চরিত্রে অভিনয় করেছেন জগপথি বাবু, নরেশ, ভেন্নেলা কিশোর, ব্রাহ্মণী, এবং সত্য। চলচ্চিত্রটির সংগীত রচনা এবং তাতে সুর দিয়েছেন ঘিব্রান।

২০১৯ সালের নভেম্বর মাসে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়। কভিড-১৯ মহামারীর কারণে বিলম্বিত হওয়ার পর, চলচ্চিত্রটি ২০২২ সালের ১৫ জানুয়ারীতে পেক্ষাগৃহে মুক্তি পায়।

অভিনয়ে[সম্পাদনা]

  • অর্জুনের ভূমিকায় অশোক গল্লা
  • সুব্বর ভূমিকায় নিদ্ধি আগরওয়াল
  • শ্রীপতির ভূমিকায় জগপতি বাবু
  • অর্জুনের বাবার ভূমিকায় নরেশ
  • অর্জুনের মায়ের ভূমিকায় অর্চনা অনন্ত
  • টেলিমার্কেটিং লোকের ভূমিকায় ভেনেলা কিশোর
  • চলচ্চিত্র অভিনেতার ভূমিকায় ব্রহ্মাজী
  • অর্জুনের বন্ধুর ভূমিকায় সত্য
  • সেলিম ভাইয়ের ভূমিকায় রবি কিষাণ
  • খলনায়ক অর্জুনের ভূমিকায় মাইম গোপী
  • খলনায়ক অর্জুনের বাবার ভূমিকায় কোটা শ্রীনিবাস রাও
  • অর্জুনের হেঞ্চমেনের ভূমিকায় রঘু করুমাঞ্চির ভূমিকায়
  • মুম্বাই পুলিশের ভূমিকায় শ্রীকান্ত আয়েঙ্গার
  • সুব্বুর মায়ের ভূমিকায় কৌশল্যা
  • পুলিশের সিআই এর ভূমিকায় অজয়
  • পুলিশ অফিসারের ভূমিকায় প্রভাকর
  • সুব্বুর বাগদত্তার ভূমিকায় সত্যম রাজেশ
  • বন চোরের ভূমিকায় বিভা হর্ষ
  • ক্লিনিক কর্মীর ভূমিকায় চম্মক চন্দ্র
  • নৃত্যগুরুর ভূমিকায় কে. শিবশঙ্কর
  • ফিল্ম ডিরেক্টরের ভূমিকায় (ছোটো চরিত্র) অনিল রবিপুদি

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]