হিরন্ময় সেন গুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিরন্ময় সেন গুপ্ত
জন্ম(১৯৩৪-০৮-০১)১ আগস্ট ১৯৩৪
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
লন্ডন বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
দাম্পত্য সঙ্গীসুচিত্রা সেন গুপ্তা
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রনিউক্লীয় পদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠানসমূহঢাকা বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাজোসেফ রটব্ল্যাটের

হিরন্ময় সেন গুপ্ত (১ আগস্ট ১৯৩৪ - ৮ জানুয়ারি ২০২২) বাংলাদেশের একজন পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি নিউক্লীয় পদার্থবিজ্ঞানের একজন বিশেষজ্ঞ ছিলেন। তিনি দুইশর কাছাকাছি জার্নাল পেপার পাবলিশ করেছেন। তিনি ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফেলো ছিলেন।[১]

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

১৯৬৩ সালে গুপ্ত লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সুপারভাইজার জোসেফ রটব্ল্যাটের অধীনে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এর উপর পিএইচডি করেন।[১]

ক্যারিয়ার[সম্পাদনা]

গুপ্ত ১৯৫৫-২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৭৩-১৯৭৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ফিজিক্স ল্যাবরেটরি এবং ১৯৮১-১৮৮২ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পোস্টডক্টোরাল গবেষণা করেন। ১৯৮২-১৯৯২ এর মধ্যে ট্রিস্টে আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিকাল ফিজিক্সের (আইসিটিপি) সিনিয়র সহযোগী ছিলেন।[১]

পুরস্কার[সম্পাদনা]

  • এইচ.পি.রয় স্বর্ণ পদক (১৯৬৭)
  • এ. রব চৌধুরী স্বর্ণ পদক (১৯৭৫)
  • সোনালী ব্যাংক স্বর্ণ পদক (১৯৮৪)
  • ইব্রাহিম স্বর্ণ পদক (১৯৯২)[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sen Gupta, H. M.। "Professor H.M. Sen Gupta"। ২০১৪-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-৩০