হিজলা সরকারি কলেজ
অবয়ব
![]() | |
নীতিবাক্য | শিক্ষা. শান্তি. পবিত্রতা |
---|---|
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১৯৮৪ [১] |
ইআইআইএন | ১০০৭৩৬ |
অধ্যক্ষ | মোঃ ওমর ফারুক |
ঠিকানা | গ্রামঃ খুন্নাগোবিন্দপুর, ডকঘরঃ বড়জালিয়া, উপজেলাঃ হিজলা, জেলাঃ বরিশাল৷ , হিজলা, বরিশাল , 8260 , |
শিক্ষাঙ্গন | উপশহর |
সংক্ষিপ্ত নাম | স.হি.ডি.ক |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল ও কারিগরি শিক্ষা বোড |
ওয়েবসাইট | hizlacollege |
![]() |
সরকারি হিজলা কলেজ বাংলাদেশের বরিশালে হিজলায় অবস্থিত একটি সরকারি কলেজ । এই কলেজটি হিজলা কলেজ নামে পরিচিত।[২] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]এটি 1984 সালে তৎকালীন ইউএনও শেখ মোজেহের উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দুই হাজার তিনশত। এর আয়তন ৪ একর।[৩]
অবস্থান
[সম্পাদনা]হিজলা উপজেলা চত্বর থেকে মাত্র ০৫ মিনিটের মধ্যে অত্র কলেজে যাওয়া যায়। কলেজটি হিজলা উপজেলার খুন্নাগেবিন্দপুর মৌজায় অবস্থিত।[৪]
অনুষদসমূহ
[সম্পাদনা]- উচ্চ মাধ্যমিক
- মানবিক বিভাগ,
- ব্যবসায় শিক্ষা বিভাগ,
- বিজ্ঞান বিভাগ,
- বিএমটি (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড)
- স্নাতক
- বি.এ,
- বি.এস.এস,
- বি.বি.এস,
- স্নাতক(সম্মান)
- হিসাববিজ্ঞান
- ইংরেজি
- রাষ্ট্রবিজ্ঞান
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
সুযোগ সুবিধা
[সম্পাদনা]- গ্রন্থাগারঃ শিক্ষার্থীদের জ্ঞানার্জনের চাহিদা পূরণের জন্য আছে গ্রন্থাগার।
- কম্পিউটার ল্যাবঃ এই কলেজে কম্পিউটার শিক্ষার জন্য একটি কম্পিউটার ল্যাব রয়েছে।
- শ্রেণীকক্ষঃ ডিজিটল কন্টেন্ট নির্ভর পাঠদানের লক্ষ্যে চালু করা হয়েছে মল্টিমিডিয়া শ্রেণীকক্ষ।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ HIZLA COLLEGE - 1121 এনইউইনফো
- ↑ সরকারি হলো ২৭১ কলেজ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জুন ২০২১ তারিখে দৈনিক ইত্তেফাক | ১৩ আগস্ট ২০১৮
- ↑ হিজলা ডিগ্রী কলেজ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ↑ Hizla Government College[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] BangladeshPlaces.com