হাসুনাত জামিউ খিসালাহ
হাসুনাত জামিউ খিসালাহ (উর্দু: حسنت جمیع خصالہ, আক্ষ. 'গুণাবলীই হলো সকল সৌন্দর্য') হলো খুরশীদ নাজিরের লিখিত এক কাব্যিক ব্যাখ্যাগ্রন্থ, যেখানে পবিত্র নবী হযরত মুহাম্মদের ১০৫টি নামের ব্যাখ্যা কাব্যিক রচনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।[১] কবির আসল নাম খুরশীদ আহমদ এবং তার ছদ্মনাম ‘‘নাজির’’। বইটি উর্দু ভাষায় মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র নামসমূহের একটি বিখ্যাত ছড়াকার গ্রন্থ। গ্রন্থটি ২০১৬ সালে উর্দু পরিষদ বাহাওয়ালপুর থেকে প্রকাশিত হয়। হাসুনাত জামীউ খিসালাহ মোট ৩,৩৩৩টি শের (কবিতা) ও ৫৭৫ পৃষ্ঠার বিশাল আকারের একটি কাব্যগ্রন্থ।[২]
কাব্যাংশের নমুনা
[সম্পাদনা]হাসুনাত জামীউ খিসালাহ গ্রন্থের পৃষ্ঠা ৩৪১-এ ‘সাইয়্যিদুনা হাসীব ﷺ’ শিরোনামের অধীনে কবি লেখেন।[৩]
| (উর্দু)
«حسیب آپ کا ایک ہے نام نامی بڑا ہی مقدس بڑا ہی گرامی حسب اور نسب میں نہیں کوئی ثانی ہے یہ بات وہ جو دنیا نے مانی» |
(বাংলা)
«হাসীব আপনার একটি নামী নাম বড়ই পবিত্র, বড়ই মর্যাদাপূর্ণ হসব ও নসব-এ নেই আপনার কোনো সমান এই কথাই দুনিয়া স্বীকৃত করে জান» |
| (হাসুনাত জামিউ খিসালাহ বইয়ের চারটি শের) |
এই কাব্যগ্রন্থে প্রতিটি নাম নিয়ে কবিতা রচনা করতে গিয়ে এক সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়েছে। যেমন, প্রথমে প্রতিটি পবিত্র নাম সম্পর্কে ব্যাখ্যামূলক কবিতা রচিত হয়েছে। এরপর ঐ নাম সম্পর্কিত কোরআন শরীফ থেকে উদ্ধৃতিগুলি উল্লেখ করা হয়েছে। তারপর হাদীস শরীফ থেকে ঐ নামের প্রাসঙ্গিক অংশগুলো উপস্থাপন করা হয়েছে। মহান ব্যক্তিত্ব নিয়ে বিশ্বের বিভিন্ন মনীষীদের লেখা গ্রন্থসমূহ থেকেও উদ্ধৃতি দিয়ে তাঁদের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। সবশেষে যারা হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র নামসমূহের ফয়েজ ও বরকত লাভে আগ্রহী, তাদের জন্য যিকির-আজকার ও আমলের বিষয়ে কবিতার আকারে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।[৪]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ حسنت جمیع خصالہ | Hasanat-Jameu-Khisalihi (উর্দু ভাষায়)। কিতাবুস সুন্নাহ। ২০১৪। ২২ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
- ↑ দৈনিক জঙ্গ, মুলতান, ১৪ জুন ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ হাসুনাত জামীউ খিসালাহ
- ↑ فقیر محمد (২০২২)। 6 Hasunat Jamee O Khisal E Hi Final।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আর্কাইভ.কম ওয়েবসাইটে হাসুনাত জামিউ খিসালাহ