হাশত বহিশত
অবয়ব
হাশত বহিশত (উর্দু: ہشت بہشت, আক্ষ. 'আটটি স্বর্গ') একটি প্রাচীন উর্দু (দককনী) ভাষায় রচিত সীরাত বিষয়ক ছন্দবদ্ধ গ্রন্থ, প্রাচীন কবি মুহাম্মদ বাকির আগাহ বইটি রচনা করেছিলেন।[১] হাশত বহিশত বইটি কবিতার আকারে রচিত।[২] এই গ্রন্থের রচনাকাল ১১৮৫ হিজরি থেকে ১২০৬ হিজরির মধ্যবর্তী সময়ে রচিত, সেই হিসাবে বইটি ইংরেজি সালের ১৮ শতকের শেষের দিকে লিপিবদ্ধ হয়েছিলো। কাব্যটি আটটি খণ্ডে বিভক্ত এবং সবই মসনবীর আকারে রচিত। গ্রন্থটি লেখার সময়ে প্রাচীন দককনি ভাষায় ফার্সি ভাষার ব্যাপক প্রভাব ছিলো, এইজন্য গ্রন্থটি ফার্সি ভাষার শব্দের সাথে মিল রয়েছে।[৩]
বিষয়বস্তুর বর্ণনা
[সম্পাদনা]বইটি অনেক প্রাচীন হলেও বইটির কিছু বিষয়বস্তু এখনো পাওয়া যায়। এই আটটি রচনায় মোট আনুমানিক ৮,৬৫০টি ছন্দবদ্ধ পঙ্ক্তি রয়েছে এবং শিরোনামসহ প্রায় ৯,০০০ পংক্তি রয়েছে।[৪] প্রতিটি খণ্ডের বিবরণ নিচে দেওয়া হলো:
- মন দীপক: নূরে মুহাম্মদীর বর্ণনা, রচনাকাল ১১৮৫ হিজরি
- মন হিরন: নবুয়তের সুসংবাদসমূহের বর্ণনা আনুমানিক ১১৮৬ হিজরি
- মন মোহন: রাসূল ﷺ জন্মের বর্ণনা, রচনাকাল ১১৮৬ হিজরি
- জগ মোহন: হুজুর ﷺ-এর আট বছর বয়স থেকে ইন্তেকাল পর্যন্ত জীবনের বিবরণ
- আরামে দিল: নবীজির ﷺ চরিত্র ও শামায়েল
- রাহাতে জান: হুজুর ﷺ-কে দানকৃত বিশেষ বৈশিষ্ট্যসমূহ
- মন দর্পণ: নবীজির ﷺ মু‘জিজাসমূহ, রচনাকাল: ১২০৬ হিজরি
- মন জীবন: হুজুরের ﷺ আখলাক ও আদব, নবীজিকে ভালোবাসা, রওজা মুবারক-এর জিয়ারত এবং দরূদের ফজিলত
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ہشت بہشت | ریختہ"। Rekhta (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৫।
- ↑ "ہشت بہشت | صوفی نامہ"। Sufinama (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৫।
- ↑ "ہشت بہشت : Hasht Bahasht - Muhammadiah" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৫।
- ↑ হাশ্ত বহিশ্ত, মুহাম্মদ বাকির আগাহ্, পান্ডুলিপি, কুতুবখানা জামিয়া উসমানিয়া, হায়দরাবাদ দাক্ষিণাত্য, ভারত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আর্কাইভ.কমে হাশত বহিশত
