হালুমাথা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হালুমাথা হিন্দু ধর্মের একটি সম্প্রদায় যা মূলত কুরুবা গৌড়া সম্প্রদায়ের অনুসরণ করে। হালুমাথার অধিকাংশ সদস্যই অদ্বৈত ও প্রকৃতি উপাসনার অনুসারী।

সংজ্ঞা[সম্পাদনা]

হালুমাথা বা পালামাথা মানে সমাজের রক্ষকদের বিশ্বাস। সংস্কৃত পাল মানে রক্ষা করা, শাসন করা,ইত্যাদি। মঠ মানে দলগত দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, মতবাদ ইত্যাদি।

সংস্কৃতি[সম্পাদনা]

হালুমাথা থেকে পূজার উৎপত্তি। পাথর মাটির উৎস। মাটি উদ্ভিদের উৎস। উদ্ভিদ হল প্রাণীর উৎস। পাথরে সর্বশক্তিমানের উপাসনা করার এই কারণ হতে পারে। যুগ যুগ ধরে, এই পাথর পূজার প্রথার কারণে শিবকে বিরালিঙ্গেশ্বর , মাইলারা লিঙ্গ , মল্লাদেবরু, মহাদেশশ্বরা, নানজুনেশ্বর, মল্লাপ্পা , মাল্লারা , মল্লিকার্জুন ইত্যাদি নামে পূজা করা হতে পারে। , গুল্লাম্মা প্রভৃতি এই ঐতিহ্য থেকে আসতে পারে। দেবতা হিসাবে পূর্বপুরুষদের পূজা খুব সাধারণ। রেবণসিদ্ধ, রাম , হনুমান প্রভৃতি পূর্বপুরুষদের পূজা।কৃষ্ণ , কেশব , রঙ্গনাথ , ইরাথিমান্না , তিরুপতি থিমাপ্পা , ভেঙ্কটেশ্বর , কালিদাস , সিদ্দারমা , কনকদাসা প্রমুখ। কুরুবা গৌড়া ঐতিহ্যে দেবরু বিদ্যমান । কুরুবের উপাসনা শিব এবং সর্বশক্তিমান বিষ্ণুর ধারণার সমান ভক্তি করে থাকেন।

আরো দেখুন[সম্পাদনা]

  • হালুমাথা কুরুবা পুরাণ
  • ধনগার

তথ্যসূত্র ও বহিসংযোগ[সম্পাদনা]