হালিমা তায়ো আলাউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হালিমা তায়ো আলাউ
পরিবেশ ও গৃহায়ন মন্ত্রী
কাজের মেয়াদ
২৬ জুলাই ২০০৭ – ২৯ অক্টোবর ২০০৮
পূর্বসূরীহেলেন এসুইন
উত্তরসূরীজন ওদে
ব্যক্তিগত বিবরণ
জন্ম৬ ডিসেম্বর ১৯৫৬

হালিমা তায়ো আলাউ রাষ্ট্রপতি উমারু ইয়ার'আদুয়া-এর প্রশাসনের সময়ের একজন নাইজেরিয়ান স্থপতি এবং সাবেক পরিবেশ ও গৃহায়ন মন্ত্রী।

পটভূমি[সম্পাদনা]

হালিমা তায়ো আলাউ ১৯৫৬ সালের ৬ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে আহমাদু বেলো বিশ্ববিদ্যালয়, জারিয়া থেকে স্থাপত্য বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেছেন। তিনি ১৯৮২ সালে কাওরা রাজ্যর সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি আইলরিন, কাওরা রাজ্যর কাজ ও পরিবহন মন্ত্রণালয়ের একজন স্থায়ী সচিব হয়ে ওঠেন। তিনি আইলরিন বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে লোক প্রশাসনে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।[১] ২০০৫ থেকে জুলাই ২০০৬ পর্যন্ত তিনি নাইজেরিয়ার স্বাস্থ্য বিষয়ক ফেডারেল মন্ত্রী ছিলেন।[২]

পরিবেশ ও গৃহায়ন মন্ত্রী[সম্পাদনা]

২৬ই জুলাই ২০০৭-এ রাষ্ট্রপতি উমারু ইয়ার'আদুয়া কর্তৃক হালিম তায়ো আলাউ পরিবেশ ও গৃহায়ন মন্ত্রী নিযুক্ত হন।[৩] অক্টোবর ২৯, ২০০৮-এ মন্ত্রিসভায় উল্লেখযোগ্য রদবদলে তাকে মন্ত্রিসভা থেকে খারিজ করে দেওয়া হয়।[৪] বরখাস্তে বলা হয়েছিল রাষ্ট্রপতি ও প্রগতিশীল পিপলস অ্যালায়েন্সের প্রতিনিধি চুকা ওডমের সাথে তার অবিরত তর্কের কারণে তাকে মন্ত্রিসভা থেকে খারিজ করে দেওয়া হয়েছে। [৫] ১৭ই ডিসেম্বর ২০০৮-এ জন ওডিকে তার পদে নিযুক্ত করা হয়।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Emmanuel Aziken (জুলাই ৮, ২০০৫)। "Ezekwesili, Mimiko, 10 others on new cabinet list * Senate begins screening today"। OnlineNigeria Daily News। মার্চ ৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৬ 
  2. "The Federal Republic of Nigeria"। Worldwide Guide to Women in Leadership। ২০০৯-০৪-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৭ 
  3. "Yar'Adua names cabinet"। Africa News। ২৭ জুলাই ২০০৭। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৫ 
  4. Lucky Nwankere, Abuja (অক্টোবর ৩০, ২০০৮)। "BOOTED OUT! ...20 Ministers sacked, as Yar'Adua reshuffles cabinet ...Aondoakaa, Diezani Allison-Madueke, Ojo Maduekwe survive ...Modibbo, Daggash dropped"। আগস্ট ১৭, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৭ 
  5. Tobs Agbaegbu (৪ নভেম্বর ২০০৮)। "Sacking of 20 Ministers"। NewsWatch Magazine। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৭ 
  6. Nosike Ogbuenyi, Abimbola Akosile and Sufuyan Ojeifo (১৯ ডিসেম্বর ২০০৮)। "Yar'Adua Renews His Mission"। ThisDay।