হারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)
ডিআইজি (বরখাস্ত) হারুন-অর-রশিদ | |
|---|---|
মার্কিন দূতাবাস ঢাকায়, আমেরিকার স্বাধীনতার ২৪৭তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে হারুন অর রশিদ | |
| ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান | |
| কাজের মেয়াদ ১৩ জুলাই ২০২২ – ৩১ জুলাই ২০২৪ | |
| নিয়োগদাতা | স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
| পূর্বসূরী | দেবদাস ভট্টাচার্য্য |
| উত্তরসূরী | মহা. আশরাফুজ্জামান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | কিশোরগঞ্জ, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ প্রশিক্ষণ বাংলাদেশ পুলিশ একাডেমী |
| পুরস্কার | বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) বার |
| পুলিশ কর্মজীবন | |
| ইউনিট | ঢাকা মেট্রোপলিটন পুলিশ |
| আনুগত্য | |
| বিভাগ | গোয়েন্দা শাখা |
| সময়কাল | ২০০১–২০২৪ |
| অবস্থা | বরখাস্ত |
| পদমর্যাদা | |
| ওয়েবসাইট | dmp.gov.bd |
হারুন-অর-রশিদ হলেন একজন বাংলাদেশী পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান।[১] সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন।[২]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন।[৩][৪]
কর্মজীবন
[সম্পাদনা]মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে ২০তম বিসিএস-এর মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৪ সালের ২৪ আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।[৫] ২০১৬ সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিপিএম পদকে ভূষিত হন। এর পূর্বে তিনি দু’বার পিপিএম পদক লাভ করেন।[৫]
১১ মে ২০২২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুন-অর-রশিদকে ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয়। ১২ জুন ২০২২ তারিখে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।[৬] এর আগে হারুন-অর-রশিদ তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেছেন।[৭]
৩১ জুলাই ২০২৪ তারিখে তাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স)–এর দায়িত্ব দেওয়া হয়[৮]
বিতর্ক
[সম্পাদনা]২০১১ সালে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে হরতাল চলাকালীন সময় পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।[৯][১০]
২০১৬ সালে গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশীদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে।[৩]
কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে অন্তরীণ ও অনশনে রাখায় বাংলাদেশ হাইকোর্ট তাকে "জাতিকে নিয়ে মশকরা করবেন না" বলে তিরস্কার করে[১১][১২]
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।[১৩][১৪][১৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nation, The New। "SP Harun withdrawn from N'ganj"। The New Nation (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২২।
- ↑ "বাবা চালের কারবারি হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন ডিবি হারুন"। দৈনিক ইত্তেফাক। ১৬ আগস্ট ২০২৪।
- 1 2 "ডিবি প্রধান হলেন হারুন অর রশীদ"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ১৩ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "SP Harun finally returns to DMP"। New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩।
- 1 2 প্রতিবেদক, নিজস্ব। "গাজীপুরের এসপি হারুন অর রশীদ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সেক্রেটারী নির্বাচিত"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "ডিএমপির ডিবি প্রধান হলেন হারুন অর রশিদ"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "32 additional DIGs promoted to DIG"। New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (৩১ জুলাই ২০২৪)। "ডিবি থেকে হারুনকে বদলি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১৯ আগস্ট ২০২৪)। "১৩ বছর আগে জয়নুল আবদিনকে মারধরে হারুন ও বিপ্লবের বিরুদ্ধে মামলা"। দৈনিক প্রথম আলো। ২৬ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ফারুকের ঘটনায় আদালতে মামলা"। বিবিসি বাংলা। ১০ জুলাই ২০১১।
- ↑ "ছাড়া পেলেন ৬ সমন্বয়ক, গত ২ দিন ডিবি কার্যালয়ে তারা অনশনে ছিলেন"। দ্য ডেইলি স্টার। ১ আগস্ট ২০২৪।
- ↑ "জাতির সঙ্গে মশকরা করবেন না"। যুগান্তর। ৩০ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৪।
- ↑ "নারায়ণগঞ্জে সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাতজনের বিরুদ্ধে মামলা"। দৈনিক প্রথম আলো। ৩০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "এবার জমি দখলের অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে মামলা"। বাংলা ট্রিবিউন। ২৭ অক্টোবর ২০২৪।
- ↑ "শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ইমন হত্যা মামলা"। দ্য ডেইলি স্টার। ১৫ আগস্ট ২০২৪।
| জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |