হামযা ইবনে আবদুল মুত্তালিব
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
ইসলাম |
---|
এর ধারাবাহিক নিবন্ধের অংশ: |
![]() |
হামজা ইবন আবদুল মুত্তালিব (আরবি : حمزه بن عبدالمطلب) (জন্ম ৫৬৭–মৃত্যু : ৬২৫[১]) ছিলেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর চাচা।[২][৩] তিনি এবং মুহাম্মদ (সা.) ছিলেন প্রায় সমবয়সী।
হামজা তার বীরত্বের জন্যে আল্লাহর সিংহ (আরবি أسد الله) এবং স্বর্গের সিংহ (আরবি: أسد الجنة) নামে পরিচিত ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধে মুসলমানদের মধ্যে তার শৌর্য-বীর্যের সমকক্ষ ছিল বিরল। তিনি ৬২৫ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন।