বিষয়বস্তুতে চলুন

হাবাসপুর ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাবাসপুর ইউনিয়ন পদ্মা নদী বিধৌত পাংশা উপজেলার একটি ইউনিয়ন।[][] এটির দক্ষিণ-পূর্বে কালিকাপুর ইউনিয়ন, পশ্চিমে বাহাদুরপুর, যশাই ইউনিয়ন এবং উত্তরে প্রমত্তা পদ্মা নদী বহমান।নদী বিধৌত হলেও শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনেক অগ্রগামী। এ ইউনিয়নে স্বাক্ষরতা হার ৫৫% প্রায়।তবে সর্বাধিক শিক্ষিত রয়েছে ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে, এ গ্রামের স্বাক্ষরতার হার প্রায় ৮০%। এর পরেই রয়েছে হাবাসপুর।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "হাবাসপুর ইউনিয়ন - সেবা | ইউনিয়ন সেবা বাতায়ন"habashpur.upsheba.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১ 
  2. "হাবাসপুর ইউনিয়ন"habashpurup.rajbari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১