হাবাসপুর ইউনিয়ন
অবয়ব
![]() | এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে এর বিষয়বস্তু পুনর্বিন্যস্ত করা প্রয়োজন। (অক্টোবর ২০২২) |
হাবাসপুর ইউনিয়ন পদ্মা নদী বিধৌত পাংশা উপজেলার একটি ইউনিয়ন।[১][২] এটির দক্ষিণ-পূর্বে কালিকাপুর ইউনিয়ন, পশ্চিমে বাহাদুরপুর, যশাই ইউনিয়ন এবং উত্তরে প্রমত্তা পদ্মা নদী বহমান।নদী বিধৌত হলেও শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনেক অগ্রগামী। এ ইউনিয়নে স্বাক্ষরতা হার ৫৫% প্রায়।তবে সর্বাধিক শিক্ষিত রয়েছে ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে, এ গ্রামের স্বাক্ষরতার হার প্রায় ৮০%। এর পরেই রয়েছে হাবাসপুর।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "হাবাসপুর ইউনিয়ন - সেবা | ইউনিয়ন সেবা বাতায়ন"। habashpur.upsheba.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১।
- ↑ "হাবাসপুর ইউনিয়ন"। habashpurup.rajbari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-৩১।