হাফিজা খাতুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Pushon007 (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:৪০, ৩০ মে ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎শিক্ষা ও প্রারম্ভিক জীবন: সংশোধন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

অধ্যাপক হাফিজা খাতুন
চিত্র:HAFIZA KHATUN.jpg
অধ্যাপক হাফিজা খাতুন, ঈশা খান রোড আবাসিক এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় : ৩০ অক্টোবর ২০২০
জন্মজুলাই ১২, ১৯৫৪
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
মাতৃশিক্ষায়তনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বি.এ. অনার্স (১৯৭৬), এমএ (১৯৭৭)

আলবার্টা বিশ্ববিদ্যালয় , এম.এ. (নগর ও সামাজিক ভূগোল)(১৯৮৪)

ঢাকা বিশ্ববিদ্যালয় , পি.এইচ.ডি. (নৃ ভূগোল) (১৯৯৮)
দাম্পত্য সঙ্গীঅধ্যাপক ডঃ মোঃ হযরত আলী, উপাচার্য (ফ্রাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ)
সন্তান
পুরস্কার

হাফিজা খাতুন (জন্ম জুলাই ১২, ১৯৫৪) বিগত ২০০০ সন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের[১] একজন অধ্যাপক। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়ন অধিদপ্তরে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন, পরে ১৯৮৬ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে (বর্তমানে ভূগোল ও পরিবেশ বিভাগ ) প্রভাষক হিসাবে যোগদান করেন , এখন অধ্যাপক হিসাবে কর্মরত আছেন । উনার ৯ টি বই, ৮০ টিরও বেশি গবেষণাকর্ম  যা বিভিন্ন বইয়ের অধ্যায় হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও অন্যান্য জায়গায় প্রকাশিত হয়েছে ।

শিক্ষা ও প্রারম্ভিক জীবন

পুরাতন ঢাকার ধোলাই খালের তীরে, বংশাল এলাকায় হাফিজা খাতুনের জন্ম ও বেড়ে উঠা। মওলানা কবিরউদ্দিন রহমানী এবং বেগম ফয়জুন্নেসার দশ ছেলেমেয়ের মধ্যে হাফিজার অবস্থান  সপ্তম এবং মেয়েদের মধ্যে চতুর্থ । উনার বাবা ছিলেন মওলানা এবং বিদেশ থেকে শিক্ষাপ্রাপ্ত। উনি বুঝতেন যে শিক্ষা মানুষের জীবনের জন্য কতটা জরুরী । ছেলে বা মেয়ে যেই হোক না কেন শিক্ষা ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব না ।

উনার মা বেগম ফয়জুন্নেসাও একটি শিক্ষিত পরিবারের সদস্য ছিলেন এবং শিক্ষা গ্রহণ করেছেন উনার মা অর্থাৎ হাফিজার নানী নজিবুন্নেসার কাছে । নজিবুন্নেসা  ১৯২১ সালে মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন,  রুপগঞ্জের মাসুমাবাদ গ্রামের কাজী বাড়ীতে।এটি পরবর্তীতে  নারায়ণগঞ্জ  জেলার,  রুপগঞ্জ ঊপজেলার  ৬১ মাসুমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচিতি লাভ করে. এটি ঢাকা অঞ্চলের পুরাতন বিদ্যালয় গুলোর মধ্যে একটি। হাফিজার বাবা মা ঐ সময়ের সামাজিক এবং রক্ষণশীল মুসলিম সমাজ ব্যবস্থা হওয়া সত্ত্বেও তাদের সকল ছেলে মেয়ে , বিশেষ করে মেয়েদের সবসময় পড়াশুনার প্রতি অনেক উৎসাহ এবং প্রেরনা দিতেন ।

হাফিজা খাতুন ছাড়াও উনার দুই বোন এবং দুই ভাগিনা বাংলাদেশের নামকরা  বিশ্ববিদ্যালয়ের গণ্যমান্য ব্যক্তি। তারা হলেনঃ

হাফিজা খাতুন তার প্রাথমিক শিক্ষা শেষ করেছেন পুরাতন ঢাকার মালীটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে, মাধ্যমিক শিক্ষা কামরুন্নেসা সরকারী মহিলা বিদ্যালয় (বর্তমানে কামরুন্নেসা সরকারী মহিলা উচ্চ বিদ্যালয় ) এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন ঢাকা সরকারী মহিলা বিদ্যালয় (বর্তমানে বেগম বদরুন্নেসা সরকারী মহিলা বিদ্যালয় ) থেকে ।

চিত্র:Hafiza-with-Blue-Jacket.jpg
হাফিজা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ এবং প্রথম মহিলা ব্লু (Blue)১৯৭৩ [ছবি তোলা: ১৯৮২]

তিনি বি এ (সম্মান) (১৯৭৬) এবং এম এ (১৯৭৭) (ভূগোল) ডিগ্রী গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে । তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার আলবার্টা  বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে নগর ও সামাজিক ভূগোলে ১৯৮৪ সনে আরেকটি এম এ ডিগ্রী লাভ করেন ।তিনি পি এইচ ডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (নৃ ভূগোল) ১৯৯৮ সনে এবং এ সময়ে উনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বাংলাদেশ) এর ফেলোশীপ লাভ করেন।

তিনি ১৯৮১ সালে নগর উন্নয়ন ও গৃহায়নের উপর একটি স্বল্পমেয়াদী কোর্স করেন ব্যাংককের AIT থেকে এবং  ১৯৭৮ সালে UNICEF  নেপাল থেকে উন্নয়ন প্রকল্পের উপর আরেকটি কোর্স করেন।

হাফিজা খাতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের প্রথম ব্যাচের একজন ছাত্রী । তিনিই প্রথম  যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা ভূগোল বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী্‌ যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষদ হিসাবে নিযুক্ত হন ।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ক্রীড়াবিদ এবং প্রথম মহিলা ব্লু (Blue)

কর্ম জীবন

হাফিজা খাতুনের ৪০ বছরের ও বেশি সময় ধরে শিক্ষকতা এবং গবেষণার অভিজ্ঞতা রয়েছে । তিনি ১৯৭৯ সালে গৃহায়ন ও গ্ণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়ন অধিদপ্তরে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছেন। তার দ্বিতীয় কর্মজীবন শুরু করেছেন কুমুদিনী কলেজ এবং ইডেন মহিলা কলেজ্, সেখানে  তিনি ১৯৮১-১৯৮৬ সাল  পর্যন্ত ভূগোল বিভাগের প্রভাষক হিসাবে কাজ করেছেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদান করেছেন এবং ধীরে ধীরে সহকারী অধ্যাপক , সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে ন্যাস্ত হন । তিনি জুন ২০১৫ থেকে জুন ২০১৮ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা প্রশিক্ষন কেন্দ্রের  (DRTMC) এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন । অনুষদ সদস্যর পাশাপাশি উন্নয়নের অংশীদার ( সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ) হিসাবে , দুর্যোগ ব্যবস্থাপনা  বিশেষজ্ঞ এবং উন্নয়ন বিশেষজ্ঞ হিসাবে তিনি  নীতি নির্ধারণের অনেক সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখেছেন ।

চিত্র:NRCR-Membership-of-Academic-Advisory-Committee-Certificate.jpg
অধ্যাপক হাফিজা খাতুন ২০১৯ সাল থেকে চীনের নানজিং এর হোহাই বিশ্ববিদ্যালয়ের পুনর্বাসন জাতীয় গবেষণা কেন্দ্রের (NRCR) একাডেমিক উপদেষ্টা কমিটির (AAC) সদস্য।

ডঃ হাফিজা ২০১৯ সাল থেকে চীনের নানজিং এর হোহাই বিশ্ববিদ্যালয়ের পুনর্বাসন জাতীয় গবেষণা কেন্দ্রের (NRCR) একাডেমিক উপদেষ্টা কমিটির (AAC) সদস্য।

জার্নালের সম্পাদক

ডঃ হাফিজা অনেক জার্নালের সম্পাদক, যার মাত্র কয়েকটি দেয়া হলো

  • Journal of the Asiatic Society of Bangladesh , Science
  • Dhaka University Journal of Earth and Environment Sciences
  •  Oriental Geographer, BGS
  • ভূগোল ও পরিবেশ জার্নাল
  • Protibesh, Journal of the Department of Architecture , BUET (সম্পাদকীয় বোর্ড  সদস্য )

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়তা

চিত্র:FAMILY-PIC--ORIGINAL-of Begum Faizunnesa Kabiruddin with her Three Daughters, Two Sons and three Grand children.jpg
হাফিজা খাতুন (শীর্ষ ডান) তার মায়ের সাথে (বেগম ফয়জুন্নেসা কবিরউদ্দিন), ছোট ভাই (আবু মনজুর মোরশেদ), বড় ভাই (আবু রায়হান মাহমুদ [সেক্টর ৩ এর মুক্তিযোদ্ধা]), ছোট বোন (হামিদা শিরিন), বড় বোন (অধ্যাপক হাবিবা খাতুন) এবং ভাগ্নে / ভাগ্নি গন। (ছবি তোলেন: আবুল হাসান মাসুদ, ১৯৭২ সালের প্রথমদিকে)

হাফিজা খাতুন ১৯৭১ সালে তার ভাই আবুল হাসান মাসুদের সেক্টর -৩ এর অধীনে সিলেট ফ্রন্টে সম্মুখ  যুদ্ধে লড়াই করেছেন এবং আবুল হাসান মাসুদ সেক্টর -২ এর আওতাধীন ঢাকা মহানগরীর কোতয়ালী থানা বংশাল অঞ্চলের গেরিলা কমান্ডার ছিলেন। তার  পৈতৃক নিবাস ‘৩৭, হাজী আবদুল্লাহ সরকার লেন বংশাল ছিল (মাসুদ বাহিনীর) গেরিলা ইউনিটের কেন্দ্র। তিনি ও তার অন্যান্য ভাইবোনেরা মুক্তিযোদ্ধাদের জন্য খাবার, ঔষধ সরবরাহ, প্রাথমিক চিকিৎসা , বার্তা প্রেরণ, তাদের লুকিয়ে রাখা এবং এক জায়গা থেকে অন্য জায়গয় অস্ত্র বহন করা ইত্যাদি কাজে জড়িত ছিলেন।

কল্যাণ তহবিল

অধ্যাপক হাফিজা বিভিন্ন গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার সাথে জড়িত । দুটি ট্রাস্ট ফান্ড উনার পিতা মাতার নামে  “ফয়জুন্নেসা কবিরউদ্দিন রহমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ’ তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে গঠন করেছেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এবং গাজীপুরের বড় কয়ের বিদ্যালয়ে । বাকী দুটো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে । এই তহবিল ভালো ফলাফলের জন্য বৃত্তি ও স্বর্ণপদক প্রদান করে। তিনি একই উদ্দেশ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে “ হাফিজা খাতুন স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড “ নামে আরেকটি তহবিল গঠন করেছেন।

ব্যক্তিগত জীবন

অধ্যাপক হাফিজা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অধ্যাপক ডঃ মোঃ হযরত আলীর[৭][৮][৯] সাথে। ডঃ মোঃ হযরত আলীর ২০১৮ সাল থেকে ফ্রাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (FCUB) উপাচার্য ।

চিত্র:G91704246.jpg
অধ্যাপক ডাঃ. হাফিজা খাতুন ও পরিবার

ডঃ হাফিজার রয়েছে তিন সন্তান এবং ছয়জন নাতি – নাতনী । ঊনার প্রথম কন্যা তানিয়া এ আলী, দ্বিতীয়জন ডঃ তনিমা এস আলী এবং একমাত্র ছেলে ক্যাপ্টেন তাহসিন ই আলী (অব.) বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

গবেষণা

হাফিজা খাতুনের ৪০ বছরের ও বেশি সময় ধরে গবেষণা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে । ৭০ টির ও বেশি স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের গবেষণা পরিচালনায় তদারকি করেছেন। তিনি সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ এবং ভূমি অধিগ্রহন,  উন্নয়ন  কার্যক্রম ,  বাংলাদেশের পুনর্বাসন সংক্রান্ত সমস্যা সমপর্কিত নীতি এবং পরিকল্পনায় আন্তর্জাতিক পর্যায়েও অবদান রেখেছেন।

বিশেষ বই ও সাময়িকী

[১০]

বই

  • মোহাম্মদ, জামান (২০১৯)। ডেভেলপমেন্ট-ইন্ডুসড ডিসপ্লেসমেন্ট এন্ড রেসেটলমেন্ট ইন বাংলাদেশ: কেস স্টাডিস এন্ড প্রাক্টিসেস [বাংলাদেশে উন্নয়ন-প্রণোদিত বাস্তুচ্যুতি ও পুনর্বাসন: ঘটনা অধ্যয়ন ও অনুশীলন] (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক: নোভা সাইন্স পাবলিশার্স। আইএসবিএন 9781536142242 
  • হাফিজা, খাতুন (২০১৯)। Disaster and Despair : people at risk (ইংরেজি ভাষায়)। Dhaka: Disaster Research Training and Management Centre (DRTMC), University of Dhaka। আইএসবিএন 9789843443090 
  • হাফিজা, খাতুন (২০১৮)। Environment and sustainable development in Bangladesh : geographical perspectives (ইংরেজি ভাষায়)। Dhaka: Department of Geography and Environment, University of Dhaka। আইএসবিএন 9789843443106 
  • Mohammad, Zaman (২০১৭)। Development-induced displacement and resettlement in Bangladesh : case studies and practices (ইংরেজি ভাষায়)। Hauppauge, New York: নোভা সাইন্স পাবলিশার্স। আইএসবিএন 9781536125955 
  • Prof. Dr. Hafiza Khatun (২০১০)। ঢাকাই খাবার (ইংরেজি ভাষায়)। dhaka: Asiatic Society of Bangladeshআইএসবিএন 9789843315571ওসিএলসি 771654871 
  • অধ্যাপক হাফিজা খাতুন (২০০৫)। Gender geography a reader Bangladesh perspective (ইংরেজি ভাষায়)। Dhaka: বাংলাদেশ ভূগোল পরিষদআইএসবিএন 9843228065 
  • অধ্যাপক হাফিজা খাতুন (২০০৪)। Disaster and the Silent Gender: Contemporary Studies in Geography (ইংরেজি ভাষায়)। Dhaka: বাংলাদেশ ভূগোল পরিষদআইএসবিএন 9843213246 
  • অধ্যাপক হাফিজা খাতুন (২০০৩)। Dhakaiyas on the Move (ইংরেজি ভাষায়)। Dhaka: Academic Press and Publishers Library। আইএসবিএন 9840801805 
  • (2000) Disaster: Issues and Gender Perspectives[১১], Bangladesh Geographical Society, Dhaka, Bangladesh.

বইয়ের অধ্যায়

  • হাফিজা, খাতুন (২০১৯)। Geography in Bangladesh: Concepts, Methods and Applications. Routledge (ইংরেজি ভাষায়)। Oxon and New York: Routledge। পৃষ্ঠা 185–201। আইএসবিএন 9780367424213 
  • হাফিজা, খাতুন (২০১৯)। Development Induced Displacement and Resettlement in Bangladesh: Case Studies and Practices, Second Edition Revised and Expanded (ইংরেজি ভাষায়)। New York: নোভা সাইন্স পাবলিশার্স। পৃষ্ঠা 18–28। আইএসবিএন 9781536142242 
  • হাফিজা, খাতুন (২০১৭)। Development Induced Displacement and Resettlement in Bangladesh: Case Studies and Practices, First Edition (ইংরেজি ভাষায়)। New York: নোভা সাইন্স পাবলিশার্স। পৃষ্ঠা 19–32। আইএসবিএন 9781536125955 
  • হাফিজা, খাতুন (২০০৯)। Beyond Relocation: The Imperative of Sustainable Resettlement (ইংরেজি ভাষায়)। New Delhi: Sage Publishing। পৃষ্ঠা 331–353। আইএসবিএন 9788132100874 
  • হাফিজা, খাতুন (২০০৫)। Gender Geography:A Reader Bangladesh Perspectives (ইংরেজি ভাষায়)। Dhaka, Bangladesh: বাংলাদেশ ভূগোল পরিষদ। পৃষ্ঠা 143–162। আইএসবিএন 9843228065 
  • (2004). Disaster and Silent Gender: Contemporary Studies in Geography, Bangladesh Geographical Society.
  • হাফিজা, খাতুন (২০০৩)। Disaster Risk Reduction in South Asia (ইংরেজি ভাষায়)। New Delhi: PHI Learning Private Limited। পৃষ্ঠা 264–280। আইএসবিএন 9788120322004 
  • হাফিজা, খাতুন (২০০২)। নগরায়নে বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। Dhaka: Department of Geography and Environment, University of Dhaka। পৃষ্ঠা 129–143। আইএসবিএন 9843202953 

সাময়িকী নিবন্ধ

পরামর্শদাতা হিসাবে অভিজ্ঞতা

হাফিজা খাতুনের ১৫০ টি IFA  অর্থায়িত প্রতিষ্ঠানে ( WB, ADB, DFID, JICA, SIDA, CIDA, NORAD, DANIDA, EU, UNDP, UNFPA, UNICEF ইত্যাদি ) পরামর্শদাতা হিসাবে  ৩৫ বছরের অভিজ্ঞতা  রয়েছে ।এসব জায়গায় তিনি বিভিন্ন ক্ষেত্র যেমন টিম লিডার , সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ,  পরামর্শদাতা বিশেষজ্ঞ , প্রধান গবেষক, পরিকল্পনাকারী , স্থানান্তর এবং পুনর্বাসনের  পরিকল্পনা এবং বাস্তবায়ন , জীবিকা নির্বাহ, দিকনির্দেশনার দিকগুলি, স্বাস্থ্য বিধি , পরিবহন ক্ষেত্র ( রাস্তা/ রেল/ পানি) , নগর উন্নয়ন পরিকল্পনাকারী , অবকাঠামো উন্নয়ন , বন্যা নিয়ন্ত্রণ , সেচ ও গ্রামীণ উন্নয়নমূলক কার্যক্রম , পুনর্বাসন এবং সামাজিক প্রভাব মুল্যায়নকারী হিসাবে কাজ করেছেন । উন্নয়ন কর্মসূচী ও WID কার্যক্রমের মুল্যায়ন ও পরিকল্পনার ক্ষেত্রেও তার যথেষ্ট অভিজ্ঞতা  রয়েছে ।

তথ্যসূত্র

  1. অধ্যাপক হাফিজা খাতুন। "Department of Geography and Environment, University of Dhaka" 
  2. ডঃ হাবিবা খাতুন। "New Trust Fund established at DU" 
  3. ডঃ হাবিবা খাতুন। "3 DU students get Prof. Habiba Khatun Scholarship" 
  4. ডঃ হাবিবা খাতুন। "5 DU students get Prof. Habiba Khatun Scholarship"। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. ডাঃ লতিফা শামসুদ্দিন। "Obstetrical and Gynecological Society of Bangladesh (OGSB)-Executive Committee" 
  6. এ.এইচ. লুতফুল হাসান। "Executive Leaders - Administration" 
  7. থাম্ব|103x103পিক্সেল অধ্যাপক ড. মোঃ হযরত আলী ঢাকার বাইরে বাংলাদেশের অন্যতম নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় "ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ" (এফবিইউবি)-এর উপাচার্য। অধ্যাপক আলী শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (এসও) কোষাধ্যক্ষ ও কৃষিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন।শের-ই-বাংলা কৃষি গবেষণা ব্যবস্থা এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমান Weed Science Society বাংলাদেশ প্রতিনিধি
  8. ডঃ মোঃ হযরত আলী (জুলাই ২, ২০১৮)। "Prof Hazrat Ali VC of First Capital University"The Daily Star (Bangladesh) 
  9. ডঃ মোঃ হযরত আলী (জুলাই ৪, ২০১৮)। "Prof Hazrat Ali new VC of First Capital Univ"দ্য ডেইলি অবজার্ভার 
  10. অধ্যাপক হাফিজা খাতুন। "Khatun, Hafiza Identity"WorldCat (ইংরেজি ভাষায়)। 
  11. Prof. Dr. Hafiza Khatun। "Disaster: Issues and Gender Perspectives"Department of Geography and Environment, University of Dhaka (ইংরেজি ভাষায়)।