হাজিপুর বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হাজিপুর (বিধানসভা কেন্দ্র) থেকে পুনর্নির্দেশিত)

হাজিপুর বিধানসভা কেন্দ্র হল ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় অবস্থিত একটি বিধানসভার নির্বাচনী এলাকা। এটি ২৪৩টি বিধানসভা কেন্দ্রের একটি। ২০১৫ সালে বিহারের বিধানসভা নির্বাচনে যে ৩৬টি আসনে ভিভিপিএটি সক্রিয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে তারমধ্যে এটি অন্যতম।[১][২]

সংক্ষিপ্ত বিবরণ[সম্পাদনা]

সংসদ ও বিধানসভা আসন পুননির্ধারণ নির্দেশ, ২০০৮ অনুযায়ী হাজিপুর (সমষ্টি উন্নয়ন ব্লক) নিয়ে ১২৩ হাজিপুর বিধানসভা কেন্দ্র গঠিত হয়।[৩]

হাজিপুর বিধানসভা কেন্দ্র ২১নং হাজিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।

নির্বাচনের ফলাফল[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "EC move to allay fears about errors in EVMs" 
  2. "General Election to the State Legislative Assembly of Bihar, 2015- Use of EVMs with Voter Verifiable Paper Audit Trail System(VVPAT)-reg." (পিডিএফ) 
  3. "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (পিডিএফ)Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies। ২০১০-১০-০৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-১০