হাউ টু অ্যানালাইজ পিপল অন সাইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাউ টু অ্যানালাইজ পিপল অন সাইট থ্রু দ্য সায়েন্স অফ হিউম্যান অ্যানালাইসিস: দ্য ফাইভ হিউম্যান টাইপস (বাংলাঃ মানব বিশ্লেষণের বিজ্ঞানের সাহায্যে চোখের দেখায় যেভাবে মানুষকে বিশ্লেষণ করতে হয়ঃ পাঁচটি সাধারণ শ্রেণী) এলসি লিংকন বেনেডিক্ট এবং র‍্যালফ পেইন বেনেডিক্ট এর ১৯২১ সালের বই।[১] ইস্ট অরোরা, নিউইয়র্কের রয়ক্রফটার দ্বারা প্রকাশিত এবং বাধাইকৃত এই বইটি প্রজেক্ট গুটেনবার্গ-এ একটি অন্যতম শীর্ষ ডাউনলোডকৃত বই।

বিষয়বস্তু[সম্পাদনা]

বইটিতে লেখক সমস্ত মানুষকে চর্বি, বুকের মাপ ও তার অভ্যন্তরে ফুসফুস ও হৃৎপিণ্ড, পেশী, হাড় ও মস্তিষ্কের চিন্তাশীল অংশের উপর ভিত্তি করে পাঁচটি প্রকরণে বিভক্ত করে সে অনুযায়ী তাদের মানসিকতা ও কাজের নিজস্ব বর্ননা দিয়েছেন, তাদের সঙ্গে সামাজিক ও ব্যাবসায়িক বোঝাপড়া ও তাদের পেশা ও বিয়ের ব্যাপারেও নিজের গবেষণালব্ধভাবে গৃহীত পরামর্শ দিয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]