হলুদ/ˈjɛloʊ/ এক প্রকারের বর্ণ, যা সোনা, মাখন ও পাকা লেবুতে দেখা যায়।[২] মানব চোখের রেটিনার L ও M (দীর্ঘ ও মধ্য তরঙ্গদৈর্ঘ্যসংবেদী) কোনো কোষকে সমানভাবে উদ্দীপ্ত করে, কিন্তু S (হ্রস্ব তরঙ্গদৈর্ঘসংবেদী) কোনো কোষকে উদ্দীপ্ত করে না।[৩]। হলুদ রঙ-এর তরঙ্গদৈর্ঘ্য সাধারণত ৫৭০-৫৯০ ন্যানোমিটার হয়ে থাকে।[৪] লাল এবং সবুজ রঙের সংমিশ্রণে হলুদ রঙ পাওয়া যায়। হলুদ হল দেখার জন্য সব থেকে সহজতম রং।[৫]
Doran, Sabine (২০১৩)। The Culture of Yellow, or, The Visual Politics of Late Modernity। Bloomsbury। আইএসবিএন978-1441185877।
Ball, Philip (২০০১)। Bright Earth, Art and the Invention of Colour। Hazan (French translation)। আইএসবিএন978-2-7541-0503-3।
Heller, Eva (২০০৯)। Psychologie de la couleur - Effets et symboliques। Pyramyd (French translation)। আইএসবিএন978-2-35017-156-2।
Keevak, Michael (২০১১)। Becoming Yellow: A Short History of Racial Thinking। Princeton University Press। আইএসবিএন978-0-6911-4031-5।
Pastoureau, Michel (২০০৫)। Le petit livre des couleurs। Editions du Panama। আইএসবিএন978-2-7578-0310-3।
Gage, John (১৯৯৩)। Colour and Culture - Practice and Meaning from Antiquity to Abstraction। Thames and Hudson (Page numbers cited from French translation)। আইএসবিএন978-2-87811-295-5।
Varichon, Anne (২০০০)। Couleurs - pigments et teintures dans les mains des peuples। Seuil। আইএসবিএন978-2-02084697-4।