হলধর পটল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হলধর পটল (১৯৩৩ - ৭ জুন, ২০০১) একজন বিশিষ্ট বাঙালি সাংবাদিক ও লেখক।[১]

কর্মজীবন[সম্পাদনা]

ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলায় শুকপুকুর গ্রামের একটি কৃষকপরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তী জীবনে হলধর পটল নামে খ্যাত হলেও তার আসল নাম ছিল উমাশংকর হালদার। স্কুলের চাকরি দিয়ে কর্মজীবন শুরু। তারপরে রেলের চাকরিতে যোগ দেন। সেখান থেকে সাংবাদিকতায় আসেন। বসুমতী, যুগান্তর, সত্যযুগ, আনন্দবাজারবর্তমান পত্রিকায় কাজ করেছেন। ভারতীয় বার্তাজীবী সংঘের সম্পাদক হয়েছিলেন তিনি। বাংলার গ্রামজীবন ও কৃষিকে সংবাদপত্রের পাতায় নিয়ে আসার কৃতিত্ব ছিল তার। ধারাবাহিক অন্তর্তদন্তমূলক রিপোর্ট লিখে ভূমি কেলেঙ্কারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে বিখ্যাত হয়ে যান তিনি।[২]

রাজনীতি[সম্পাদনা]

রেলে ট্রেড ইউনিয়ন সংগঠন করেছেন। ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগ দিয়ে হুগলী লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন তিনি।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Paṭala, Haladhara (১৯৮৫)। Maẏanā tadanta। Śibarāṇī Prakāśanī। 
  2. দ্বিতীয় খন্ডের সংযোজন, অঞ্জলি বসু (২০০৭)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৮২। 
  3. "সাংবাদিক প্রবীর ঘোষাল তৃনমূলের"। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]