হলদিয়া শিল্পতালুক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হলদিয়া শিল্পতালুক[১] পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি হলদিয়া শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভারতের অগ্রগণ্য এই শিল্পতালুকটিতে প্রধানত পেট্রোকেমিকাল ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে।

পরিকাঠামো[সম্পাদনা]

হলদিয়া বন্দর
হলদিয়া পেট্রোকেমিক্যালস

শিল্পতালুকটি মোট ৩৩৪ একর জমির উপর গড়ে উঠেছে। এটি ৪১ নং জাতীয় সড়ক (ভারত) দ্বারা ৬ নং জাতীয় সড়ক (মুম্বাই রোড) বা স্বর্ণ চতুর্ভুজ এর সঙ্গে যুক্ত। এটি ব্রডগেজ রেলপথ দ্বারা মেচেদায় হাওড়া-খড়গপুর শাখার সঙ্গে যুক্ত। শিল্পতালুকটি হলদিয়া বন্দরএর খুবই কাছে অবস্থিত।

শিল্পগোষ্ঠী ও শিল্প[সম্পাদনা]

  • মিৎসুবিস পেট্রোকেমিকাল - এটি একটি জাপানভিত্তিক শিল্পগোষ্ঠী। এটি শিল্প তালুকে একটি পেট্রোকেম গড়ে তুলেছে। বর্তমানে এই কারখানাটি চ্যাটার্জি গোষ্ঠী অধিগ্রহণ করেছে।
  • হলদিয়া তৈল শোধনাগার - এটি ইন্ডিয়ান ওয়েল লিমিটেড নির্মাণ করেছে।
  • হলদিয়া পেট্রোকেমিক্যালস - এই কারখানাটি বর্তমানে চ্যাটারজি গোষ্ঠী,টাটা গোষ্ঠী ও ইন্ডিয়ান অয়েল এর মালিকানায় রয়েছে।
  • সাউথ এসিয়ান পেট্রোকেম।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Different industrial parks.htm"। সংগ্রহের তারিখ ১৯-০৯-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]