বিষয়বস্তুতে চলুন

হর্ষালি মলহোত্রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হর্ষালি মলহোত্রা
২০২২ সালে হর্ষালি
জন্ম (2008-06-03) ৩ জুন ২০০৮ (বয়স ১৬)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১১-বর্তমান
পিতা-মাতা
  • কাজল মলহোত্রা (মাতা)
  • বিপুল মলহোত্রা (পিতা)
  • হার্দিক মলহোত্রা (ভাই)

হর্ষালি মলহোত্রা (হিন্দি: हर्षाली मल्होत्रा; জন্ম: ৩ জুন, ২০০৮) একজন ভারতীয় অভিনেত্রী। মুম্বইয়ে জন্মগ্রহণকারী হর্ষালি হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে থাকেন। তিনি কবির খান পরিচালিত বজরঙ্গি ভাইজা (২০১৫) চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন এবং এই কাজের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন ও শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হর্ষালি ২০০৮ সালের ৩রা জুন মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তিনি সেভেন স্কয়ার একাডেমিতে পড়াশোনা করেছেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

হর্ষালি সালমান খান, কারিনা কাপুরনওয়াজুদ্দীন সিদ্দিকী অভিনীত, কবির খানের বজরঙ্গি ভাইজান (২০১৫) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি ভারতে হারিয়ে গেছেন, এবং একজন ভারতীয় ধর্মপ্রাণ ব্রাহ্মণ (সালমান খান অভিনয় করেছিলেন) পবন কুমার চতুর্বেদীর সাহায্যে স্বদেশে ফেরেন। শাহিদা (মুন্নি), পাকিস্তানের মুসলিম মেয়ে ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই চলচ্চিত্রের অডিশনের জন্য হাজির করা ৫,০০০ মেয়ের মধ্য নির্বাচিত,[] এবং সমালোচকদের কাছে তার অভিনয়ের জন্য বিশেষ প্রশংসিত ছিল।[][]

তিনি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন যেমন কবুল হ্যায় (২০১৪), লট আও তৃষা (২০১৪) এবং এইচডিএফসি ব্যাংক এবং হরলিক্স এর বিজ্ঞাপনে কাজ করেছেন।

চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
বছর নাম ভূমিকা মন্তব্য
২০১৫ বজরঙ্গি ভাইজান মুন্নি / শাহিদা

টেলিভিশন

[সম্পাদনা]
বছর টিভি অনুষ্ঠান ভূমিকা মন্তব্য
২০১৪ কবুল হ্যায় আনজুম খান
লট আও তৃষা সান্য

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]