বিষয়বস্তুতে চলুন

হর্ষচরিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হর্ষচরিত
শারদা লিপিতে লেখা বানভট্টর হর্ষচরিতর একটি পাণ্ডুলিপি
লেখকবানভট্ট

হর্ষচরিত (সংস্কৃত: हर्षचरित, Harṣacarita; ইংরেজি: The Deeds of Harsha) হল ভারতীয় সম্রাট হর্ষবর্ধন-এর একটি জীবনী, যা সপ্তম শতাব্দীর সংস্কৃত লেখক বানভট্ট (বা বাণ) রচিত। তিনি হর্ষবর্ধনের অস্থান কবি (অর্থাৎ রাজকবি) ছিলেন। হর্ষচরিত ছিল বানভট্টের প্রথম রচনা এবং এটি সংস্কৃত ভাষায় ঐতিহাসিক কাব্যধর্মী রচনার সূচনা হিসেবে বিবেচিত হয়।