হদল নারায়ণপুর

স্থানাঙ্ক: ২৩°১৬′ উত্তর ৮৭°৩১′ পূর্ব / ২৩.২৭° উত্তর ৮৭.৫২° পূর্ব / 23.27; 87.52
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হদল নারায়নপুর থেকে পুনর্নির্দেশিত)
হদল নারায়ণপুর
মন্ডল পরিবারের মেজ তরফের নবরত্ন মন্দির
মন্ডল পরিবারের মেজ তরফের নবরত্ন মন্দির
হদল নারায়ণপুর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
হদল নারায়ণপুর
হদল নারায়ণপুর
পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৬′ উত্তর ৮৭°৩১′ পূর্ব / ২৩.২৭° উত্তর ৮৭.৫২° পূর্ব / 23.27; 87.52
দেশ India
প্রদেশপশ্চিমবঙ্গ
জেলাবাঁকুড়া জেলা
সময় অঞ্চলIST (ইউটিসি+৫:৩০)

হদল এবং নারায়ণপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার পাত্রসায়র থানায় পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম| এই গ্রাম দুটি আলাদা মৌজায় অবস্থিত হলেও, পাশাপাশি থাকার জন্য তারা এই যৌথ নামেই পরিচিত|[১]

ইতিহাস[সম্পাদনা]

মন্ডল পরিবারের গোড়ার কথা[সম্পাদনা]

বাঁকুড়া জেলার হদল নারায়ণপুরের মন্ডল পরিবারের বড় তরফের সুরম্য প্রাসাদের ন্যায় বাসস্থান

হদলনারায়ণপুর গ্রামের মন্ডল উপাধিধারী জমিদার পরিবারের ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য| এই পরিবারের মুচিরাম ঘোষ মল্লরাজা গোপাল সিংহের রাজত্বকালে (১৭২০-১৭৫২) নিজের আদি বাসস্থান নীলপুর থেকে এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন| এখানে আসার পর মুচিরাম ঘোষের সাথে গোপাল সিংহের সভাসদ বিখ্যাত গণিতজ্ঞ শুভঙ্কর দাসের আলাপ হয়| শুভঙ্কর দাস তাঁকে মল্লরাজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে মুচিরাম ঘোষ নিজের চেষ্টায় হদলনারায়ণপুরের প্রশাসক হিসাবে নিযুক্ত হন| পরবর্তি কালে তিনি মন্ডলপতি উপাধি লাভ করে নিজের জমিদারি বিস্তার করেন | নীলচাষ থেকেও এই পরিবারের অনেক ধন সম্পত্তি উপার্জন হয়েছিল| [২] পরে এই জমিদার পরিবার সুবিশাল অট্টালিকা এবং অনেক মন্দির স্থাপন করেন| এই পরিবারের বড় তরফের বাস স্থান সুরম্য প্রাসাদের চেয়ে কোনও অংশে কম ছিলনা| [৩]

ব্রহ্মাণী মূর্তির ইতিহাস[সম্পাদনা]

ব্রহ্মাণী দেবীর মূর্তি, হদলনারায়নপুর, বাঁকুড়া

হদলনারায়ণপুর গ্রামে ঢোকবার মুখেই একটি দালান মন্দির চোখে পড়ে| গ্রামে এটি ব্রহ্মাণী দেবীর মন্দির বলে পরিচিত| কষ্ঠিপাথরের এই অনিন্দ্যসুন্দর মূর্তিটির উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি ও প্রস্থ ২ ফিট ১১ ইঞ্চি| তবে এই মূর্তিটির পায়ে, দুই পাশে এবং পিছনের খিলানে সবশুদ্ধু পাঁচটি প্রজ্জ্বলিত অগ্নিকুন্ডের অনুকৃতি থেকে একে "পঞ্চকুন্ডাঅগ্নিমধ্যস্থা" পার্বতী বলে অনুমান করা যেতে পারে|[৪]

এই দেবীর ইতিহাস বেশ চিত্তাকর্ষক| গ্রামের লোককথা অনুসারে কোন এক "মুড়োকাটা" চক্রবর্তী এই অঞ্চলের গাছের মুড়ো কেটে এখানে বসতি স্থাপন করেন| তাঁর বিধবা মেয়ে স্বপ্নাদেশ পেয়ে দামোদরের এক গভীর দহ থেকে এই মূর্তি উদ্ধার করেন|[৫]

এই লোককথার ভিন্নমত আছে| অন্য মতে রানী ময়রা নামক এক তাম্বুলি মহিলা স্বপ্নাদেশ পান| তার কথা শুনে গ্রামের লোকজন দামোদরের পাশে গভীর কাদার ভিতর থেকে মূর্তিটি উদ্ধার করে ব্রহ্মাণী দেবী হিসাবে গ্রামে প্রতিষ্ঠিত করে|[৬]

ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]

বাঁকুড়া জেলার দামোদরের শাখানদী বোদাই এর দক্ষিণ তীরে হদল এবং নারায়ণপুর গ্রামের অবস্থান[১]

নারায়ণপুর গ্রামে অবস্থিত হদল নারায়ণপুর আপার প্রাইমারি হায়ার সেকেন্ডারি স্কুলটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বাংলা মাধ্যমে পড়ানো হয়। এটি একটি কো-এডুকেশন স্কুল। এই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানোর ব্যবস্থা আছে | [৭]

স্থাপত্য[সম্পাদনা]

হদল নারায়ণপুরের স্থাপত্যের মধ্যে মন্ডল পরিবারের বসতবাড়ি, রাসমঞ্চ এবং তাঁদের নির্মিত তিনটি টেরাকোটা মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য |

মন্ডল পরিবারের বড় তরফের প্রাসাদোপম দোতলা অট্টালিকাটিকেও পুরাকীর্তি বলা চলে | এই জাতীয় সাত মহলা বসতবাড়ি পশ্চিম বাংলার গ্রামে দেখতে পাওয়া বিরল | এই বসতবাটির বাইরের প্রাঙ্গনে একটি সতেরো চূড়া বিশিষ্ট, আটকোনা, দ্বিতল রাসমঞ্চ দেখতে পাওয়া যায় । এটির উচ্চতা ৪০ ফুট এবং ভিত্তি বরাবর প্রতি দিকের দৈর্ঘ্য ৮ ফুট ৩ ইঞ্চি । এটির দেওয়াল গাত্রের ভাস্কর্যের মধ্যে অনন্তশয়নে বিষ্ণু,পুত্রকন্যা সহ মহিষমর্দিনী দুর্গা,শিব বিবাহ,কৃষ্ণের গোষ্ঠলীলা, গজলক্ষী, রামসীতা এবং কৃষ্ণরাধিকা উল্লেখযোগ্য । এই বসতবাটির ভিতরে উঠানের মাঝে রাধা দামোদরের ত্রিখিলান দালানসহ দক্ষিণমুখী পঞ্চরত্ন মন্দির রয়েছে | এই মন্দিরের গায়ে স্থাপত্য ভাস্কর্য সাধারণ মানের | তবে এটি হদল নারায়ণপুরের একমাত্র মন্দির যার গাত্রে প্রতিষ্ঠালিপি রয়েছে | সেখান থেকে জানা যায় যে এই মন্দির ১৭২৮ শকাব্দে (১৮০৬ খ্রিস্টাব্দে) নির্মিত হয়েছিল | [৮]

এই গ্রামের উত্তর দিকে মন্ডল পরিবারের মেজ তরফের পুবমুখী, নবরত্ন রাধাদামোদরের নবরত্ন মন্দির অবস্থিত | এই মন্দিরের পূর্ব ও উত্তর দিকে ত্রিখিলান দালান রয়েছে | এই মন্দিরের দেওয়ালে যে টেরাকোটা অলংকরণ রয়েছে, তা বাঁকুড়া জেলার শ্রেষ্ঠ দেবালয়গুলির সমকক্ষ ধরা যেতে পারে | এই অলংকরণদের মধ্যে পূর্ব দিকের খিলানে লঙ্কা যুদ্ধ, অনন্তশায়ী বিষ্ণু, কৃষ্ণের চূড়াবাঁধা ও ষড়ভুজ গৌরাঙ্গ উল্লেখযোগ্য | [৯]

মন্ডল পরিবারের ছোটতরফের আবাসগৃহের প্রাঙ্গনে দক্ষিণমুখী নবরত্ন যে মন্দিরটি দেখা যায় তার আদল কতকটা গীর্জার মতন । এই মন্দিরের সামনের দিকে ত্রিখিলান যুক্ত দালান রয়েছে । এছাড়া পশ্চিম দিকে দেওয়াল ঘেঁষে উপরে যাওয়ার সিঁড়ি চোখে পড়ে। এই মন্দিরের দক্ষিণ ও পশ্চিম দিকের দেওয়ালে উচ্চ শ্রেণীর টেরাকোটা অলংকরণের কাজ রয়েছে । কেন্দ্রীয় খিলানের শীর্ষে অর্জুনের মৎস চক্ষু লক্ষ্যভেদের বড় প্যানেলটি নি:সন্দেহে অভিনব | মন্ডল পরিবারের সূত্রে জানা যায় যে প্রায় ২০০ বছর আগে বাবুরাম মন্ডল তার নাবালক পুত্র গঙ্গাগোবিন্দর নামে এই মন্দির প্রতিষ্ঠা করেন ।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার (১৯৭১)। বাঁকুড়া জেলার পুরাকীর্তি। কলকাতা: পূর্ত (পুরাতত্ত্ব) বিভাগ :পশ্চিমবঙ্গ সরকার। পৃষ্ঠা ১৩১। 
  2. বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার (১৯৭১)। বাঁকুড়া জেলার পুরাকীর্তি। কলকাতা: পূর্ত (পুরাতত্ত্ব) বিভাগ :পশ্চিমবঙ্গ সরকার। পৃষ্ঠা ১৩১,১১৭। 
  3. Gupta, Amitabha (জানুয়ারি ২০১৩), "Feats of Clay(7. Sonamukhi & Hadal-Narayanpur, Bankura District)", Outlook Traveller Magazine, সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার (১৯৭১)। বাঁকুড়া জেলার পুরাকীর্তি। কলকাতা: পূর্ত (পুরাতত্ত্ব) বিভাগ :পশ্চিমবঙ্গ সরকার। পৃষ্ঠা ১৩১।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য);
  5. বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার (১৯৭১)। বাঁকুড়া জেলার পুরাকীর্তি। কলকাতা: পূর্ত (পুরাতত্ত্ব) বিভাগ :পশ্চিমবঙ্গ সরকার। পৃষ্ঠা ১৩২।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য);
  6. Gupta, Amitabha (৩১ অক্টোবর ২০১০), "Next weekend you can be at... Hadal Narayanpur", The Telegraph, Calcutta, India, সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  7. Hadal Narayanpur H.S, সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার (১৯৭১)। বাঁকুড়া জেলার পুরাকীর্তি। কলকাতা: পূর্ত (পুরাতত্ত্ব) বিভাগ :পশ্চিমবঙ্গ সরকার। পৃষ্ঠা ১৩৪।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য);
  9. বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার (১৯৭১)। বাঁকুড়া জেলার পুরাকীর্তি। কলকাতা: পূর্ত (পুরাতত্ত্ব) বিভাগ :পশ্চিমবঙ্গ সরকার। পৃষ্ঠা ১৩৩। 
  10. বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার (১৯৭১)। বাঁকুড়া জেলার পুরাকীর্তি। কলকাতা: পূর্ত (পুরাতত্ত্ব) বিভাগ :পশ্চিমবঙ্গ সরকার। পৃষ্ঠা ১৩২।