হংকং চলচ্চিত্র সংরক্ষাণাগার
হংকং চলচ্চিত্র সংরক্ষাণাগার | |||||||||
ঐতিহ্যবাহী চীনা | 香港電影資料館 | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
|


হংকং চলচ্চিত্র সংরক্ষাণাগার বা হংকং ফিল্ম আর্কাইভ হল একটি চলচ্চিত্র আর্কাইভ যা হংকং এর চলচ্চিত্র এবং সম্পর্কিত উপাদান সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে। এটি নগর পরিষদ কর্তৃক ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয়।[১] হংকং ফিল্ম আর্কাইভ ১৯৯৬ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভসে যুক্ত হয়। এই আর্কাইভটি ২০০০ সাল থেকে অবসর ও সাংস্কৃতিক সেবা বিভাগের অধীনে রয়েছে।[১]
সাই ওয়ান হো তে অবস্থিত এই ফিল্ম আর্কাইভ ভবনে নিয়মিতভাবে প্রদর্শনী মেলা, চলচ্চিত্র দেখানো, এবং হংকং চলচ্চিত্র বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।[২]
এই প্রতিষ্ঠানটি হংকং চলচ্চিত্র তালিকা এবং হংকং ফিল্ম ভেটেরানদের মনোগ্রাফ দুটি সম্পাদনা করে থাকে। এছাড়া এটি আর্কাইভের সর্বশেষ উন্নয়ন ও চলচ্চিত্র ঐতিহ্যের কিছু তথ্য সহ ত্রৈমাসিক পত্রিকা সরবরাহ করে।[৩]
সংগ্রহশালা[সম্পাদনা]
১৭ নভেম্বর ২০১১ তারিখে টিভিবি ১৯৩০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রকাশিত সকল হংকং এর চলচ্চিত্র স্থায়ীভাবে সংরক্ষণের জন্য হংকং ফিল্ম আর্কাইভের হাতে তুলে দেয়। হংকং ফিল্ম আর্কাইভে বর্তমানে ২৭টি চাওজু ও আমোয় উপভাষার চলচ্চিত্রসহ ৬০০ টি চলচ্চিত্র রয়েছে।
আর্কাইভের মধ্যে তুলে দেওয়া চলচ্চিত্রগুলোর মাঝে প্রথমদিক কার লিটেল হিরোইন (১৯৩৯) নামক চীনা চলচ্চিত্র রয়েছে যাতে হু রংরং ও কুং চিও-সিয়া অভিনয় করেছেন। এটি সংগ্রহশালায় থাকা প্রাচীনতম চলচ্চিত্র। এছাড়াও রয়েছে ১৯৪৭ সালের ফিমেল স্পাই ৭৬ যাতে অভিনয় করেন ওউ লাই-চু ও ওয়াং হাও। আর্কাইভের আটটি চলচ্চিত্রকে "১০০টি অত্যাবশ্যক হংকং চলচ্চিত্র" হিসেবে তালিকায় দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে: ওং ফেই-হুংস হুইপ দ্যাট স্যামকস দ্যা ক্যান্ডেল (১৯৪৯), ওং ফেই-হুং বার্নস দ্যা টায়রেন্টস' লায়ার (১৯৪৯), "ব্লাড-স্টেইনড আজালিয়াস" (১৯৫১), মিস্টেরিয়াস মার্ডারার (১৯৫১) খণ্ড ১ ও ২, বাটারফ্লাই অ্যান্ড রেড পিয়ার ব্লোসম (১৯৫৯), ফাদার ইজ ব্যাক (১৯৬১) এবং দ্যা প্রেগনেন্ট মেইডেন (১৯৬৮)।[৪]
ব্যবস্থাপনা[সম্পাদনা]
সংরক্ষাণাগার ভবনটি ৫০ লেই কিং সড়ক, সাই ওয়ান হো ঠিকানার একটি পাঁচ তলা ভবনে অবস্থিত যা ৩ জানুয়ারি ২০০১ তারিখে খুলে দেওয়া হয়।[৫] আর্কাইভের চলচ্চিত্রগুলো এর ভেতরের ১২৫ আসনের সিনেমা হলে দেখানো হয়। এর সাধারণ টিকেটের দাম ৪০ হংকং ডলার, তবে শিক্ষার্থী, জ্যেষ্ঠ ও প্রতিবন্ধীদের জন্য রেয়াতি মূল্যে টিকেট কেনার ব্যবস্থা রয়েছে।
ফ্লোরপ্ল্যান[সম্পাদনা]
- নিচতলা: গাড়ি পার্ক ও প্ল্যান্ট কক্ষ (জনসাধারণের জন্য উন্মুক্ত নয়)
- জি/এফ: বক্স অফিস, প্রদর্শনী হল
- এম/এফ: যন্ত্র ও এয়ার-কন্ডিশনিং প্ল্যান্ট কক্ষ (জনসাধারণের জন্য উন্মুক্ত নয়)
- ১/এফ: চলচ্চিত্র স্টোর ও সিনেমা হল
- ২/এফ: চলচ্চিত্র প্রজেকশন কক্ষ, চলচ্চিত্র স্টোর ও সিনেমা হল (১/এফ এ প্রবেশদ্বার)
- ৩/এফ: রিসোর্স কেন্দ্র, কর্মচারী দপ্তর ও চলচ্চিত্র স্টোর
- ৪/এফ: প্রশাসন দপ্তর, চলচ্চিত্র সম্পর্কিত উপাদানের স্টোর
- ৫/এফ: ছাদ (সম্প্রসারণের জন্য নির্ধারিত)
শুধুমাত্র বক্স অফিস, প্রদর্শনী হল এবং রিসোর্স কেন্দ্র গুলো জনসাধারণের জন্য উন্মুক্ত।
পরিবহন[সম্পাদনা]
আর্কাইভ ভবনটিতে যেতে সাই ওয়ান হো এমটিআর স্টেশনের "এক্সিট এ" থেকে আনুমানিক পাঁচ মিনিট হেঁটে যেতে হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Organisational structure"। Hong Kong Film Archive। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৪।
- ↑ DeWolf, Christopher "9 Hong Kong tourist traps -- for better or worse" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ নভেম্বর ২০১২ তারিখে CNN Go. 27 October 2010. Retrieved 2012-03-03
- ↑ "Hong Kong Film Archive: Editional Section"। ২০ মার্চ ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০০৬।
- ↑ "TVB hands over treasured films to Hong Kong Film Archive" আর্কাইভইজে আর্কাইভকৃত ৫ আগস্ট ২০১২ তারিখে. Leisure and Cultural Services Department. 17 November 2011.
- ↑ "Hong Kong Film Archive: Archive Function"। ১৭ মার্চ ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০০৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
