স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, বাহরাইন

স্থানাঙ্ক: ২৬°১৩′১″ উত্তর ৫০°৩৪′২৫″ পূর্ব / ২৬.২১৬৯৪° উত্তর ৫০.৫৭৩৬১° পূর্ব / 26.21694; 50.57361
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বাস্থ্য বিজ্ঞান কলেজ
كلية العلوم الصحية
কলেজের লোগো
ধরনসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৫৯
ডিনআনিসা আল সিন্দি
অবস্থান
মানামা
,
বাহরাইন

ওয়েবসাইটhttp://www.uob.edu.bh/
মানচিত্র

স্বাস্থ্য বিজ্ঞান কলেজ (আরবি: كلية العلوم الصحية) হলো বাহরাইনের একটি সরকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে পাঠদান করা হয়।[১] বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয় এবং শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই কলেজ প্রতিষ্ঠা করে। ২০১১ সালের একটি ডিক্রি অনুযায়ী কলেজটি বাহরাইন বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হয়। [২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৫৯ সালে বাহরাইনে নার্সদের প্রশিক্ষণ দেওয়ার জন্য স্থানীয়ভাবে একটা নার্সিং বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।[৩] স্বাস্থ্য বিজ্ঞান কলেজ এই কলেজের বর্ধিত রূপ, যা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।[৪] এই কলেজটি বাহরাইনের নার্সদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে থাকে। কলেজটি বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এই কলেজে শুধুমাত্র বাহরাইন নয়, বরং গালফ (উপসাগরীয় অঞ্চল)ভুক্ত অন্যান্য দেশ থেকে ছাত্র-ছাত্রীরা এই কলেজে অধ্যয়ন করে।

কোর্স[সম্পাদনা]

স্বাস্থ্য বিজ্ঞান কলেজ বিভিন্ন ধরনের ডিগ্রি প্রদান করে থাকে। এখানে নার্সিং এ বিএসসি ডিগ্রি প্রদান করা হয়। তবে পূর্বে শুধুমাত্র এডি ডিগ্রি প্রদান করা হতো।  নার্সিং ছাড়াও আরো পাঁচটি এলাইড স্বাস্থ্য বিষয়ের ওপর এখানে কোর্স করানো হয় ও ডিগ্রি প্রদান করা হয়। প্রোগ্রামগুলো হলো: দাঁতের স্বাস্থ্য, চিকিৎসা পরীক্ষাগার প্রযুক্তি, ফার্মেসি, পাবলিক হেলথ এবং রেডিওগ্রাফি। ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে ফার্মেসি,চিকিৎসা পরীক্ষাগার প্রযুক্তি, পাবলিক হেলথ এবং রেডিওগ্রাফি কোর্স শুরু করা হয়।[২] এখানে নার্সিং এর উপর এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করানো হয়। সাধারণত ডিপ্লোমা কোর্সে নার্সিং এর বিশেষায়িত শাখা, যেমনঃ ধাত্রীবিদ্যা, কমিউনিটি হেল্থ, কার্ডিয়াক, ইমার্জেন্সি এবং সাইকিয়াট্রিক নার্সিং ইত্যাদি বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়। [৫]

ক্যাম্পাস[সম্পাদনা]

এই কলেজ এর ক্যাম্পাস মানামা শহরের পাশে সালমানিয়াতে অবস্থিত। এটা সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স (SMC) এর সাথে অবস্থিত। এর সঙ্গে আরব উপসাগরীয় বিশ্ববিদ্যালয় এবং সালমানিয়া হাসপাতাল রয়েছে।[৬] ক্যাম্পাসে একটি প্রশাসন ভবন এবং ছাত্র বিষয়ক ভবন আছে। এছাড়াও একাধিক নার্সিং এবং পরীক্ষাগার ব্লক,উপরন্তু, তিনতলা ভবনে অফিস সুবিধা অন্তর্ভুক্ত। এই ভবনে শ্রেণীকক্ষ, গবেষণাগার ও আহমেদ আল-ফার্সি গ্রন্থাগার আছে। বিশেষ ক্লাস নেওয়া, কর্মশালা করা, সভা করা, সেমিনার আয়োজন করা, সম্মেলনের জন্য একটি মিলনায়তন আছে, যার নাম আল মা'আরিফ মিলনায়তন। ১৯৮৮ সালে এই কলেজে একটি কম্পিউটার ল্যাবরেটরি স্থাপন করা হয়। গত কয়েক বছরে কলেজটি প্রযুক্তিগত এবং পড়াশোনার মান অনেক উন্নত করেছে, বিশেষত শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টিতে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. College of Health Sciences, Bahrain, University Directory.
  2. "University of Bahrain - College of Health Sciences" (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০৯ 
  3. History ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০১০ তারিখে, College of Health Sciences, Bahrain.
  4. Dean's Welcome Message[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], College of Health Sciences, Bahrain.
  5. "College of Health Sciences Bahrain"Top Universities। ২০১৫-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০৯ 
  6. College Campus and Facilities ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জানুয়ারি ২০১১ তারিখে, College of Health Sciences, Bahrain.

বহিঃসংযোগ[সম্পাদনা]