স্বাধীন চলক ও অধীন চলক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরীক্ষামূলক বিজ্ঞান, গাণিতিক ও পরিসংখ্যানগত মডেলিং এ স্বাধীনঅধীন চলকের ধারণা ও পরস্পর-পার্থক্য প্রাসঙ্গিক।

স্বাধীন চলক হলো এমন চলক যা অধীন চলকের মান কোনো বিশেষ নিয়মে নির্ধারণ করে। পক্ষান্তরে অধীন চলক স্বাধীন চলকের কারণে সেই নিয়ম দ্বারা নির্ধারিত চলক। স্বাধীন ও অধীন চলকের ধারণার সংজ্ঞার প্রকৃতি ধারণাদ্বয়কে অধিকাংশ অর্থেই অবিচ্ছেদ্য করে ।

একটি পরীক্ষাভিত্তিক গবেষণার প্রাসঙ্গে যেসব চলকের মান অন্য চলকের মানের দ্বারা কোনো বিশেষ নিয়মের সাথে নির্ধারণ করা যায় না এবং/অথবা উল্লেখ্য চলকের মান ইচ্ছাকৃতভাবে নির্ধারণ করা হয় সেগুলোকে স্বাধীন চলক হিসেবে গণ্য করা হয়। গবেষণায় পরীক্ষিত হয় নির্বাচিত স্বাধীন-অধীন চলকদ্বয়ের পরস্পর প্রকরণের প্রকৃতি।[১]

অনেক ক্ষেত্রেই স্বাধীন চলকের মানের মাধ্যমে অধীন চলকের মান অনবদ্যভাবে নির্ধারণ করে এমন গাণিতিক নিয়ম বা তত্ব আবিস্কার করা যায় না। এরুপ ক্ষেত্রসমূহকে নির্বাচিত স্বাধীন চলকের সাথে Confounding [en] চলকসমূহের সহ-প্রভাব থাকে অধীন চলকটির প্রকরণের উপর।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Labaree, Robert V.। "Research Guides: Organizing Your Social Sciences Research Paper: Independent and Dependent Variables"libguides.usc.edu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৭