স্বাতী চিটনিস
স্বাতী চিটনিস | |
---|---|
জন্ম | ১৯৫৮/১৯৫৯ (৬৫–৬৬ বছর) ভারত |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৪ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আমোল চিটনিস (বি. ১৯৯১)[১] |
স্বাতী চিটনিস (জন্ম ১৯৫৮/১৯৫৯ [২] ) একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যিনি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সাথে যুক্ত। স্বাতী মারাঠি নাটযমঞ্চেও অভিনয় করেন। তিনি ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্টার প্লাসের দীর্ঘতম ধারাবাহিক ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় -এর দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের কাহিনীতে কার্তিক গোয়েঙ্কার দাদী সুহাসিনী আজমেরা গোয়েঙ্কার ভূমিকায় অভিনয় করেছেন। ধারাবাহিকে সুহাসিনী চরিত্রটি ছিল তৃতীয় প্রজন্মের নায়িকা চরিত্র অক্ষরা গোয়েঙ্কা শর্মার প্রপিতামহী এবং চতুর্থ প্রজন্মের নায়িকা অভিরা শর্মার প্রপিতামহী।
স্বাতী চিটনিস শুভমঙ্গল সতর্ক এবং হি পোর্গি কুনাচির মতো জনপ্রিয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করেছেন। তিনি পরবর্তীকালে লাগি তুঝসে লাগান, ভাই ভাইয়া অর ব্রাদারের মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তিনি স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ইস পেয়ার কো কেয়া নাম দু? -এর অংশ ছিলেন যেখানে ধারাবাহিকের নায়ক চরিত্র অর্ণবের ঠাকুমা (সুভদ্রা / সুমি) চরিত্রে অভিনয় করেছিলেন।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]- ভেন্টিলেটর (২০১৬) ইন্দু চরিত্রে
- লগনা পাহাভে করুণ চরিত্রে নলিনী দীক্ষিত
- রজ্জো (২০১৩) আম্মি চরিত্রে
- রোড টু সঙ্গম (২০১০) আরা চরিত্রে
- শুভ মঙ্গল সতর্ক (২০০৬)
- হি পোর্গী কুনাচি (২০০৬) মিসেস দেশমুখের চরিত্রে
- জঙ্গল (২০০০) মিসেস মালহোত্রার চরিত্রে
টেলিভিশন
[সম্পাদনা]বছর | সিরিজ | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
১৯৯৭ | পল্টন | ডিডি ন্যাশনাল | |
২০০১-২০০৩ | অবন্তিকা | রত্ন | আলফা টিভি মারাঠি |
২০০৪-২০০৮ | আধুরি এক কাহানি | আনন্দিতা | আলফা টিভি মারাঠি |
২০০৮-২০০৯ | যসুবেন জয়ন্তীলাল যোশী কি যৌথ পরিবার | জসুমতী জয়ন্তীলাল জোশী | এনডিটিভি ইমেজিন |
২০০৯-২০১০ | মিটওয়া ফুল কামাল কে | মহাবীর | স্টার প্লাস |
২০০৯-২০১২ | লাগি তুঝসে লাগান | আয়ি সাহেব | কালারস টিভি |
২০১২ | ইস পেয়ার কো কেয়া নাম দুন? | সুভদ্রা | স্টার প্লাস |
২০১২ | ভাই ভাইয়া অর ভাই | যমুনা মহেন্দ্র চাওলা | সনি সাব |
২০১৩ | সাসুরাল সিমার কা [৩] | শোভা | কালারস টিভি |
২০১৬–২০২৩ | ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় [৪] | সুহাসিনী "মিমি" আজমেরা গোয়েঙ্কা | স্টার প্লাস |
২০২৪ | মিশ্রি | শ্রীমতি শর্মা | কালারস টিভি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ HindustanTimes: Why are indian families Shrinking Interview with Swati Chitnis.
- ↑ "If we don't act, we will die even without Covid:Senior actors on missing shoots; are eager to return"। Hindustan Times। ২৭ মে ২০২১।
- ↑ "Swati Chitnis to add more drama to 'Sasural Simar Ka'"। IBNLive। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৫।
- ↑ "Yeh Rishta Kya kehlata Hai: Swati Chitnis enters the show!"। Abp Live। ১৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯।