বিষয়বস্তুতে চলুন

স্বর্গোদ্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"লাস্ট জাজমেন্ট" এ ফ্রা অ্যাঞ্জেলিকো কর্তৃক স্বর্গোদ্যানে লোকেদের চিত্রিত করা হয়েছে, আনু. ১৪৩১।

ধর্মলোককাহিনীতে, স্বর্গোদ্যান হলো চিরস্থায়ী সুখ, পুলক ও পরমানন্দের স্থান।[] স্বর্গোদ্যানের ধারণা প্রায়শই যাজকীয় চিত্রাবলী দ্বারা ভরা হয়, এবং এটি মহাজাগতিক, পরকালবিদ্যাগত বা উভয়ই হতে পারে, মানব সভ্যতার দুর্দশার সাথে বিপরীত: স্বর্গোদ্যানের আছে শুধু শান্তি, সমৃদ্ধি ও সুখ। স্বর্গোদ্যান হলো তৃপ্তির স্থান, বিলাসিতা ও পরিপূর্ণতার স্থান যেখানে চিরস্থায়ী সুখ ও আনন্দ রয়েছে। স্বর্গোদ্যানকে প্রায়শই উচ্চ স্থান, পবিত্রতম স্থান হিসেবে বর্ণনা করা হয়, পৃথিবীর বিপরীতে বা নরকের মতো পাতালে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Paradise | religion"Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]