স্নেক নদী
অবয়ব
স্নেক নদী মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম অঞ্চলের একটি প্রধান নদী। ১,০৮৭ মাইল (১,৭৩৫ কিমি) দীর্ঘ, এটি প্রশান্ত মহাসাগরে পতিত উত্তর আমেরিকার বৃহত্তম নদী কলম্বিয়ার বৃহত্তম উপনদী।[১] স্নেক নদী পশ্চিম ওয়াইয়োমিংয়ে উৎপন্ন হয়, তারপরে দক্ষিণ আইডাহোর স্নেক নদী সমভূমি প্লেইন, অরেগন–আইডাহো সীমান্তে রুক্ষ হেলস ক্যানিয়ন ও ওয়াশিংটনের ঘূর্ণায়মান পালৌস পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়, শেষ পর্যন্ত পূর্ব ওয়াশিংটনের কলম্বিয়া অববাহিকার ত্রি-শহরে কলম্বিয়া নদীতে পতিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kammerer, J.C. (মে ১৯৯০)। "Largest Rivers in the United States"। United States Geological Survey। ২০১৭-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০১-২৬।
বিষয়শ্রেণীসমূহ:
- রাজ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নদীসমূহের তালিকা
- স্নেক নদী
- আইডাহোর ভূমিরূপসমূহের তালিকা
- আইডাহোর নদী
- অরেগনের নদী
- ওয়াশিংটনের (অঙ্গরাজ্য) নদী
- ওয়াইয়োমিংয়ের নদী
- ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের নদী
- কলাম্বিয়া নদীর উপনদী
- যুক্তরাষ্ট্রের বন্য ও দর্শনীয় নদী
- আইডাহোর সীমানা
- অরেগনের সীমানা
- ওয়াশিংটনের সীমানা (রাজ্য)
- ওয়ালোওয়া কাউন্টির নদী, অরেগন
- বেকার কাউন্টির নদী, অরেগন
- মালহেউর কাউন্টির নদী, অরেগন
- বনেভিল কাউন্টির নদী, আইডাহো
- ম্যাডিসন কাউন্টির নদী, আইডাহো
- পাওয়ার কাউন্টির নদী, আইডাহো
- টুইন ফলস কাউন্টির নদী, আইডাহো
- অ্যাডা কাউন্টির নদী, আইডাহো
- ওইহি কাউন্টির নদী, আইডাহো
- নেজ পার্স কাউন্টির নদী, আইডাহো
- বিংহাম কাউন্টির নদী, আইডাহো
- ফ্রেমন্ট কাউন্টির নদী, আইডাহো
- এলমোর কাউন্টির নদী, আইডাহো
- পেয়েট কাউন্টির নদী, আইডাহো
- গুডিং কাউন্টির নদী, আইডাহো
- ক্যানিয়ন কাউন্টির নদী, আইডাহো
- ওয়াশিংটন কাউন্টির নদী, আইডাহো
- অ্যাডামস কাউন্টির নদী, আইডাহো
- আইডাহো কাউন্টির নদী, আইডাহো
- জেরোম কাউন্টির নদী, আইডাহো