স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৩০ আলোকবর্ষ (৯.২ পারসেক) দৈর্ঘ্যের যে আন্তঃনাক্ষত্র মেঘের মধ্য দিয়ে সৌরজগৎ ধাবমান, তাকে স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘ (ইংরেজি: লোকাল ইণ্টারস্টেলার ক্লাউড; এলআইসি) বলা হয়। এই অঞ্চলটি সূর্যের ঠিক আশেপাশের সৌর প্রতিবেশ নামক একটি অঞ্চলের সঙ্গে সমাপতিত হচ্ছে বলে মনে করা হয়[১]। সূর্য এই স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘেরই অংশ, নাকি পার্শ্ববর্তী জি-মেঘের সঙ্গে এই মেঘটির সীমানায় অবস্থান করে, তা এখনও স্পষ্টভাবে নির্ধারণ করা যায়নি[২]। সৌরজগতের সীমানায় সৌরমণ্ডল ও আন্তঃগ্রহীয় মাধ্যম শেষ হওয়ার পর থেকে যে আন্তঃনাক্ষত্র মাধ্যম শুরু হচ্ছে, জি-মেঘ এবং অনুরূপ অন্যান্য মেঘের ন্যায় স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘও সেই আন্তঃনাক্ষত্র মাধ্যমেরই অংশ[৩]। মানুষের প্রেরণ করা যন্ত্র এখনও অবধি এই সীমানা পর্যন্তই পৌঁছতে পেরেছে।

গঠন[সম্পাদনা]

আকাশগঙ্গা ছায়াপথব্যাপী আন্তঃনাক্ষত্র মাধ্যমের মধ্যে স্থানীয় বুদ্বুদ নামক একটি অপেক্ষাকৃত কম ঘনত্বযুক্ত অঞ্চলে সৌরজগৎ অবস্থিত[৪]। এই বুদ্বুদের মধ্যে রয়েছে সামান্য বেশি হাইড্রোজেন ঘনত্বযুক্ত স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘ। অনুমান করা হয়, বিগত ১০,০০০ বছরের মধ্যেই সৌরজগৎ এই মেঘে প্রবেশ করেছে[৫] [২][৫][৬]। সূর্য এখনও এই মেঘের মধ্যে রয়েছে, নাকি এর পার্শ্ববর্তী জি-মেঘের সীমানায় পৌঁছে গেছে, তা অনিশ্চিত[২][৫][৬]। এক সাম্প্রতিক বিশ্লেষণ থেকে বোঝা গেছে যে, আগামী ১৯০০ বছরের মধ্যে সূর্য সম্পূর্ণভাবে স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘ থেকে বেরিয়ে যাবে[৭]

মেঘটির তাপমাত্রা ৭০০০K (৬,৭৩০°C; ১২,১৪০°F)[৮], যা সূর্যের উপরিতলের তাপমাত্রার কাছাকাছি। কিন্তু অতি অল্প ঘনত্বের কারণে (প্রতি ঘন সেন্টিমিটারে মাত্র ০.৩ টি পরমাণু) এর নিজস্ব তাপ ধারকতা খুব কম। আকাশগঙ্গার গড় আন্তঃনাক্ষত্র মাধ্যমের সাপেক্ষে (০.৫ টি পরমাণু/ সেমি) এই ঘনত্ব কম হলেও অবশিষ্ট স্থানীয় বুদ্বুদ অপেক্ষা (০.০৫ টি পরমাণু/ সেমি) এই ঘনত্ব ৬ গুণ বেশি। তুলনা দিতে গেলে উল্লেখ করা যায় যে, পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাশূণ্যের সীমানায় অণুর ঘনত্ব ১.২ ✕ ১০১৩ টি/ সেমি। এর উপরে ভূপৃষ্ঠ থেকে ৪৫০ কিমি উচ্চতায় এই ঘনত্ব আরও কমে গিয়ে ৫ কোটি অণু/ সেমি তে দাঁড়ায়[৪][৯]। এত কম ঘনত্বের কারণে স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘকে মেঘ না বলে শূণ্যস্থান বলাই বেশি যুক্তিযুক্ত।

আকাশগঙ্গার মধ্য দিয়ে সূর্যের গতিপথের মোটামুটি উল্লম্বভাবে এই মেঘ বৃশ্চিক-নরতুরঙ্গ নক্ষত্র জোটের বাইরে ভেসে যাচ্ছে[১০][১১]

২০১৯ এ গবেষকরা আন্টার্কটিকায় আন্তঃনাক্ষত্র লোহা-৬০ (60Fe) এর সন্ধান পান এবং এই মৌল ঐ স্থানে স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘ থেকে এসেছে বলে নির্ধারণ করেন[১২]

সৌর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে বিক্রিয়া[সম্পাদনা]

২০০৯ এ ভয়েজার ২ মহাকাশযান থেকে প্রাপ্ত উপাত্ত থেকে বোঝা যায় যে, স্থানীয় আন্তঃনাক্ষত্র মাধ্যমের চৌম্বক ক্ষমতা পূর্বানুমানের চেয়ে অনেক বেশি (৩৭০-৫৫০ pT বা পিকোটেসলা; বিজ্ঞানীরা আগে অনুমান করতেন ১৮০-২৫০ pT)। এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণেই হয়তো স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘ, স্থানীয় বুদ্বুদ সৃষ্টিকারী সৌর ও অন্যান্য নাক্ষত্র বায়ুর প্রভাব সহ্য করেও টিকে আছে[১৩]

সূর্যের চৌম্বক ক্ষেত্র ও সৌর বায়ুর ফলে পৃথিবীর উপর স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘের প্রভাব অনেকাংশে হ্রাস পায়। সৌরমণ্ডলের সঙ্গে এই মেঘের বিক্রিয়া নিয়ে নাসা বর্তমানে আন্তঃনাক্ষত্র সীমা অনুসন্ধানকারী একটি উপগ্রহের মাধ্যমে গবেষণা চালাচ্ছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gargaud, Muriel; ও অন্যান্য, সম্পাদকগণ (২০১১)। "Solar Neighborhood"Encyclopedia of Astrobiologyডিওআই:10.1007/978-3-642-11274-4_1460। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১ 
  2. Gilster, Paul (সেপ্টেম্বর ১, ২০১০)। "Into the Interstellar Void"Centauri Dreams 
  3. Linsky, Jeffrey (২০২০-০৩-২৩), What lies immediately outside of the heliosphere in the very local interstellar medium (VLISM): morphology of the Local Interstellar Cloud, its hydrogen hole, Stromgren Shells, and 60Fe accretion, Copernicus GmbH, এসটুসিআইডি 226032795, ডিওআই:10.5194/egusphere-egu2020-1410 
  4. "Our Local Galactic Neighborhood"। Interstellar Probe Project। NASA। ২০০০। ২০১৩-১১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৮ 
  5. Frisch PC, ও অন্যান্য (সেপ্টেম্বর ২০১১)। "The Interstellar Medium Surrounding the Sun"Annual Review of Astronomy and Astrophysics49: 252। ডিওআই:10.1146/annurev-astro-081710-102613। ২০২২-০১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  6. Linsky JL, ও অন্যান্য (নভেম্বর ১৮, ২০১৯)। "The Interface between the Outer Heliosphere and the Inner Local ISM"The Astrophysical Journal886 (1): 41। এসটুসিআইডি 203642080ডিওআই:10.3847/1538-4357/ab498a। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  7. Linsky JL, ও অন্যান্য (মার্চ ২০২০)। "New results concerning the environment of the heliosphere, nearby interstellar clouds, and physical processes in the inter–cloud medium"Journal of Physics: Conference Series1620: 012010। এসটুসিআইডি 225188522ডিওআই:10.1088/1742-6596/1620/1/012010। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  8. "Near-Earth Supernovas"। NASA Science। NASA। জানুয়ারি ৬, ২০০৩। মে ১৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১, ২০১১ 
  9. Boulanger, F.; ও অন্যান্য (২০০০)। "Course 7: Dust in the Interstellar Medium"। Casoli, F.; Lequeux, J.; David, F.। Infrared Space Astronomy, Today and Tomorrow। Les Houches Physics School. Grenoble, France. August 3–28, 1998.। 70। পৃষ্ঠা 251। বিবকোড:2000isat.conf..251B 
  10. নেমিরফ, আর.; বোনেল, জে., সম্পাদকগণ (ফেব্রুয়ারি ১০, ২০০২)। "The Local Interstellar Cloud"অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডেনাসা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০১৬ 
  11. নেমিরফ, আর.; বোনেল, জে., সম্পাদকগণ (ফেব্রুয়ারি ১৭, ২০০২)। "The Local Bubble and the Galactic Neighborhood"অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডেনাসা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০১৬ 
  12. Koll, Dominik; ও অন্যান্য (আগস্ট ২০১৯)। "Interstellar 60Fe in Antarctica"। Physical Review Letters123 (7)। 072701। এসটুসিআইডি 201868513ডিওআই:10.1103/PhysRevLett.123.072701পিএমআইডি 31491090বিবকোড:2019PhRvL.123g2701K 
  13. Opher, M.; ও অন্যান্য (ডিসেম্বর ২৪–৩১, ২০০৯)। "A strong, highly-tilted interstellar magnetic field near the Solar System" (পিডিএফ)Nature462 (7276): 1036–1038। এসটুসিআইডি 205218936ডিওআই:10.1038/nature08567পিএমআইডি 20033043বিবকোড:2009Natur.462.1036O। ১১ অক্টোবর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২২