স্টারলিং হলিডে রিসোর্টস (ইন্ডিয়া) লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্টারলিং হলিডে রিসোর্টস লিমিটেড (যা স্টারলিং হলিডেস হিসাবে পরিচিত) একটি হলিডে লাইফস্টাইল কোম্পানি যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় । ২০০৫ সালে থমাস কুক ইনশিউরেন্স(টিসিআইএসআইএল) এর মাধ্যমে সম্পূর্ণ শেয়ার কিনে নেয়ার পর স্টারলিং হলিডে রিসোর্টস লিমিটেড কোম্পানিটি সম্পূর্ণভাবে থমাস কুক ইন্ডিয়া লিমিটেড(টিসিআইএল) এর অধীনস্থ একটি কোম্পানিতে পরিণত হয় ।

স্টক একচেঞ্জ এ থমাস কুক ইন্ডিয়া লিমিটেড(টিসিআইএল) এর পরিচিতি হচ্ছে- এনএসই: থমাসকুক, বিএসই: ৫০০৪১৩ ।

বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে স্টারলিং হলিডে রিসোর্টস লিমিটেড এর ২৬টি রিসোর্ট রয়েছে ।

২০১৫ সালের অক্টোবরে স্টারলিং হলিডে রিসোর্টস লিমিটেড নেচার ট্রেইলস রিসোর্টস প্রাইভেট লিমিটেড-যা মহারাষ্ট্রের ৪টি স্থানে রিসর্ট পরিচালনা করে, এর অধিকার লাভের জন্য একটি চুক্তি সই করে । এটি জানা গেছে যে, কোম্পানিটি আরও বিভিন্ন স্থানে তাদের রিসর্ট ব্যবসা প্রসারিত করতে চাচ্ছে ।[১]

রিসর্টস কনডোমিনিয়াম ইন্টারন্যাশনাল(আরসিআই) এর সাথে স্টারলিং হলিডে রিসোর্টস লিমিটেড এর সাথে অ্যাফিলিয়েশন রয়েছে । এটি এআইআরডিএ[২](অল ইন্ডিয়া রিসোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন)দ্বারা স্বীকৃত ।

ইতিহাস[সম্পাদনা]

স্টারলিং হলিডে ১৯৮৬ সালে ভারতের চেন্নাইতে প্রতিষ্ঠিত হয় । কোম্পানিটি এর প্রথম রিসোর্ট লেক ভিউ কোদাইকানাল চালু করে(সম্প্রতি রিসর্টটির নাম কোদাইকানাল লেক এর নাম অনুসারে কোদাই নামে পরিবর্তন করা হয়েছে)। ১৯৮৮ সাল হতে ২০১০ সালের মধ্যে স্টার্লিং হলিডেস ১১টি রিসর্ট প্রতিষ্ঠা করে । কোম্পানিটি এর নাম স্টার্লিং রিসোর্ট থেকে পরিবর্তন করে পরবর্তীতে স্টার্লিং হলিডেস রাখে ।

রিসর্টগুলো[সম্পাদনা]

  1. ওটি-ফার্ণ হিল, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  2. ওটি-এল্ক হিল, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  3. কোদাই-বাই দ্যা লেক, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  4. কোদাই-বাই দ্যা ভ্যালি, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  5. মুন্নার-টেরেস গ্রিনস, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  6. ইয়াকড-রক পার্চ, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  7. পুরী-গোল্ডেন স্যান্ডস, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট [৩]
  8. দার্জিলিং-খুশ আলায়া, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  9. মুসৌরি-ড্যান্সিং লিভস, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  10. মানালি-হোয়াইট মিস্ট, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  11. থিক্কাডি-উডস এন্ড স্পাইস, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  12. কারওয়ার-এমারেল্ড বে, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  13. গোয়া-ভিলাজিও, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  14. গোয়া-ক্লাব এস্টাডিয়া, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  15. গ্যাংটক-ডেলিসো অ্যাবোড, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  16. ইয়ালাগিরি-ম্যারিগোল্ড রিজ, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  17. লোনাভালা-আন্ডার দ্যা ওভার, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  18. করবেট-ট্রিটপ রিভারভিউ, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  19. ধর্মশালা-দ্যা স্যাঙ্কচুয়ারী, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  20. নৈনিতাল-ভবানীপুর গ্রিনস, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  21. সারিস্কা-টাইগার হেভেন, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  22. দামান-কাসা ট্যারেসো, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  23. শিরদি-সাই ওয়াদা, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  24. ডিন্ডি-বাই দ্যা গোদাবরী, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  25. কুফরী-হোয়াইট রিজ, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  26. আগ্রা-রাইজেল ভিস্তা, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট
  27. আনাইকাট্টি-বাই দ্যা শিরুভানি, একটি স্টার্লিং হলিডেস রিসোর্ট

সময়চিত্র[সম্পাদনা]

১৯৮৬ সাল হতে বর্তমান সময় পর্যন্ত কোম্পানিটি বিভিন্ন চরাই-উৎরাই পেরিয়ে বর্তমান অবস্থানে এসেছে ।

বিনিয়োগকারীদের সম্পর্কে[সম্পাদনা]

২০০৯ সালে, বে ক্যাপিটাল(পূর্বের ইন্ডাস হসপিটালিটি ফান্ড)স্টার্লিং হলিডে রিসর্টে বিনিয়োগ করে,[৪] যার শেয়ারের পরিমাণ ছিলো ১৮.৮০% । পরবর্তীতে ২০০৯ সালে ইন্ডাস ডিসকাভারি ফান্ড এর ৭ শতাংশ শেয়ারের অংশীদার হয় । বে ক্যাপিটাল এবং অন্যান্যরা(যেমন-দামানি গ্রুপ এবং ঝুনঝুনওয়ালা গ্রুপ) বিনিয়োগের মাধ্যমে বর্তমানে স্টার্লিং হলিডে রিসর্ট এর ৪৭.৪২ শতাংশ শেয়ারের অংশীদার ।

২০১১ সালের জুলাই মাসে, রাকেশ ঝুনঝুনওয়ালা এবং রাধাকৃষ্ণ দামানী এর নেতৃত্বে কোম্পানিটি তার মূলধন ১২১.৫ কোটি রূপিতে উন্নীত করার লক্ষ্যে ২০১১ সালের ১৩ অক্টোবর একটি বিশেষ সাধারণ সভার আহবান করে ।[৫]

২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি, থমাস কুক ইন্ডিয়া লিমিটেড(টিসিআইএল) এবং স্টারলিং হলিডে রিসোর্টস লিমিটেড কোম্পানি দুটি একীভূত হওয়ার ঘোষণা দেয় । [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sterling Holiday Resorts Inks Pact to Acquire Nature Trails"NDTV Profit। ২৬ অক্টোবর ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬ 
  2. "WELCOME TO AIRDA"। airda.org। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৬ 
  3. "About Golden Sands - A Sterling Resort"। cleartrip.com। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬ 
  4. "Sterling Holiday Resorts (I) Ltd"The Times Of India। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬ 
  5. "Rakesh Jhunjhunwala and Radhakrishna Damani to buy 1 crore shares in Sterling Resorts"The Times Of India। ২০ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬ 
  6. "Bombay HC approves Thomas Cook India-Sterling Holiday merger"Business Standard। ১৪ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬