স্টাইলাস
স্টাইলাস বা স্টিলাস (রোমান হরফ - Stylus; বহুবচনে Styli; স্টিলি' DC') হল শক্ত পদার্থে তৈরি একধরনের সূঁচালো কাঁটাবিশেষ। প্রাচীনকালে বিভিন্ন ধ্রুপদী সভ্যতায় এই ধরনের কাঁটা লেখার কাজে DC Baby ব্যাপকভাবে ব্যবহৃত হত।[১] এইধরনের লিখনসামগ্রী সাধারণত লোহা, ব্রোঞ্জ, হাড় বা হাতির দাঁত দিয়ে তৈরি হত; কখনও কখনও রুপোর তৈরি স্টাইলাসও ব্যবহৃত হত। সাধারণত এর সাহায্যে মোমফলকের (এক বিশেষধরনের মূলত কাষ্ঠনির্মিত ফলক, যার উভয় পৃষ্ঠে মোম মাখানো থাকত) উপর লেখা হত। স্টাইলাসের ছুঁচলো মুখ দিয়ে মোমফলকের মোমের উপর আঁচড় কেটে কেটে বিভিন্ন বর্ণ ফুটিয়ে তোলা হত। স্টাইলাসের পিছনের দিকটি হত সাধারণত চামচের মতো চ্যাপ্টা আকৃতির। লিখতে লিখতে কোনও ভুল হলে এই চ্যাপ্টা পিছনের দিক দিয়ে ঘষে মোমফলকের উপরের মোমের আস্তরণকে আবার মসৃণ করে তার উপর আঁচড় কেটে লেখা মুছে ফেলা চলত। প্রাচীনযুগের বহু চিত্রেই স্টাইলাসের প্রতিরূপ দেখতে পাওয়া যায়। তাছাড়া স্টাইলাসের অনেক নিদর্শনও খুঁজে পাওয়া গেছে, যেগুলি বর্তমানে বিভিন্ন সংগ্রহশালায় সংরক্ষিত আছে।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]আরও পড়ুন
[সম্পাদনা]- Otto Mazal: Griechisch-römische Antike (= Geschichte der Buchkultur. Bd. 1). Akademische Druck- und Verlags-Anstalt, Graz 1999, আইএসবিএন ৩-২০১-০১৭১৬-৭. (জার্মান)
- Verena Schaltenbrand Obrecht: Wie wurden eiserne Stili in römischer Zeit hergestellt und verziert? In: Renate Ebersbach, Alex R. Furger (Hrsg.): Mille Fiori. Festschrift für Ludwig Berger zu seinem 65. Geburtstag (= Forschungen in Augst 25). Römermuseum, Augst 1998, আইএসবিএন ৩-৭১৫১-০০২৫-৭, S. 201–205. (জার্মান)
- Verena Schaltenbrand Obrecht: Stilus. (= Forschungen in Augst 45, 1-2). Augst 2012, আইএসবিএন ৯৭৮-৩-৭১৫১-০০৪৫-৬. (জার্মান)