বিষয়বস্তুতে চলুন

স্ক্রিন ইন্টারন্যাশনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্ক্রিন ইন্টারন্যাশনাল
সম্পাদকম্যাট মুলার
সাবেক সম্পাদকওয়েন্ডি মিচেল
বিভাগবাণিজ্য সাময়িকী
প্রকাশনা সময়-দূরত্বপ্রতি বছর ১০টি সংখ্যা
প্রথম প্রকাশ১৮৮৯; ১৩৬ বছর আগে (1889)
কোম্পানিমিডিয়া বিজনেস ইনসাইট
দেশযুক্তরাজ্য
ভিত্তিলন্ডন, ইংল্যান্ড
ভাষাইংরেজি
ওয়েবসাইটwww.screendaily.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আইএসএসএন0307-4617

স্ক্রিন ইন্টারন্যাশনাল (ইংরেজি: Screen International) একটি ব্রিটিশ চলচ্চিত্র পত্রিকা, যা আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যবসায়ের সংবাদ পরিবেশন করে। এটি প্রকাশ করে ব্রিটিশ বিটুবি মিডিয়া কোম্পানি মিডিয়া বিজনেস ইনসাইট।

পত্রিকাটির মূল লক্ষ্য হল বৈশ্বিক চলচ্চিত্র ব্যবসায়ের সাথে জড়িতদের সংবাদ পরিবেশন করা। পত্রিকাটির গোড়াপত্তন ১৮৮৯ সালে হলেও এর বর্তমান সংস্করণ ১৯৭৫ সালে প্রবর্তিত হয়[] এবং এর ওয়েবসাইট Screendaily.com ২০০১ সালে চালু হয়।

স্ক্রিন ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব এবং জার্মানির বার্লিন, ফ্রান্সের কান, কানাডার অন্টারিওর টরন্টোর বাজার এবং ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার মার্কিন চলচ্চিত্র বাজার ও হংকংয়ের দৈনিক খবর প্রকাশ করে।

ইতিহাস

[সম্পাদনা]

স্ক্রিন ইন্টারন্যাশনাল-এর ইতিহাসের সূত্রপাত হয় ১৮৮৯ সালে অপটিক্যাল ম্যাজিক ল্যান্টার্ন অ্যান্ড ফটোগ্রাফিক এনলার্জার প্রকাশনার মাধ্যমে।[] বিংশ শতাব্দীর শুরুতে এর নাম পরিবর্তন হয়ে সিনেম্যাটোগ্রাফিক জার্নাল এবং ১৯০৭ সালে কাইনেম্যাটোগ্রাফ অ্যান্ড ল্যান্টার্ন উইকলি নামে নামকরণ করা হয়।

কাইনেম্যাটোগ্রাফ উইকলি

[সম্পাদনা]

কাইনেম্যাটোগ্রাফ অ্যান্ড ল্যান্টার্ন উইকলি বাণিজ্য সংবাদ, বিজ্ঞাপন, পর্যালোচনা, প্রদর্শনী এবং সিনেম্যাটোগ্রাফ এক্‌জিবিটর্স অ্যাসোসিয়েশন ও কাইনেমা রেন্টার্স সোসাইটির মত বাণিজ্য সংস্থার আঞ্চলিক ও জাতীয় সভার প্রতিবেদন প্রকাশ করত। এটি প্রথম প্রকাশ করে অগ্রদূত চলচ্চিত্র উৎসাহী, শিল্পপতি ও মুদ্রণ উদ্যোক্তা ই.টি. হেরন। ১৯১৯ সালে এর নাম পরিবর্তন হয়ে কাইনেম্যাটোগ্রাফ উইকলি নামে নামকরণ করা হয় এবং ১৯৫৯ সালে আরও ছোট করে কাইনে উইকলি নামকরণ করা হয়।

১৯৭১ সালে এটি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ফিল্ম হোল্ডিংস লিমিটেডের কাছে বিক্রি করে দেওয়া হয়, যা পত্রিকাটির প্রতিযোগী চলচ্চিত্র-বাণিজ্য সংবাদপত্র টুডে'স সিনেমা সাথে একীভূত করে।[][] এরপর এর নামকরণ করা হয় সিনেমাটিভি টুডে

স্ক্রিন ইন্টারন্যাশনাল

[সম্পাদনা]

১৯৭৫ সালে পিটার কিং স্যার জন উল্‌ফের কাছ থেকে ৫০,০০০ পাউন্ডের বিনিময়ে সমস্যা জর্জরিত সিনেমাটিভি টুডে ক্রয় করেন এবং প্রকাশনাটি স্ক্রিন ইন্টারন্যাশনাল নামে পুনঃপ্রবর্তন করেন।[][] স্ক্রিন ইন্টারন্যাশনাল-এর প্রথম সংখ্যা ১৯৭৫ সালের ৬ই সেপ্টেম্বর প্রকাশিত হয়। কিং ১৯৮৯ সালে পত্রিকাটি ইন্টারন্যাশনাল টমসন অর্গানাইজেশনের কাছে বিক্রি করে দেন।[] ১৯৯৩ সালে ইএমএপি এটি অধিগ্রহণ করে নেয়।[] আসেনশিয়াল পরবর্তীকালে ২০১৫ সালে মিডিয়া বিজনেস ইনসাইট ডিভিশনের ব্যবস্থাপনা ক্রয়ের অংশ হিসেবে এটি বিক্রি করে দেয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About Screen international"স্ক্রিন ইন্টারন্যাশনাল (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫
  2. "The Optical Magic Lantern Journal (September 1889)" (পিডিএফ)। ২১ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫
  3. 1 2 3 ফক, কুয়েন্টিন (২১ ডিসেম্বর ২০১৫)। "Screen at 40: From cinema to Screen"স্কিন ইন্টারন্যাশনাল। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫
  4. "The Kine is sold"। কাইনে উইকলি। ১১ সেপ্টেম্বর ১৯৭১। পৃ. ৩।
  5. McNab, Geoffrey (২৯ অক্টোবর ২০১৮)। "Trailblazing former Screen International publisher Peter King dies aged 90"Screen International। ২৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫
  6. Hosking, Patrick (১৮ ফেব্রুয়ারি ১৯৯৩)। "Emap buys Thomson titles in pounds 21m deal"The Independent (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫
  7. Owen, Ed (৩ ফেব্রুয়ারি ২০১৫)। "Broadcast-owner completes management buy-out"Campaign (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]