স্কোন্টো স্টেডিয়াম
Skonto stadions | |
![]() | |
![]() | |
অবস্থান | ই. মেলঙ্গালিয়া ১এ, রিগা, লাটভিয়া |
---|---|
ধারণক্ষমতা | ৮,০৮৭[২] |
উপস্থিতির রেকর্ড | ৩৩,০০০ |
উদ্বোধন | ২৮ জুন, ২০০০[১] |
ভাড়াটে | |
স্কোন্টো ফুটবল ক্লাব (২০০০ - ২০১৬) লাটভিয়া জাতীয় ফুটবল দল (২০০০ - ২০১৭) রিগা ফুটবল ক্লাব (২০১৬ –বর্তমান) |
স্কোন্টো স্টেডিয়াম (লাটভিয়ান: Skonto stadions, রোমানিকরণঃ স্কোন্টো স্টাডিয়নস) ২০০০ সালে নির্মিত ফুটবল স্টেডিয়াম। স্টেডিয়ামটি লাটভিয়ার রাজধানী রিগার প্রাণকেন্দ্রে হাঞ্জাস আইয়েলা সড়কে অবস্থিত। ২০০০ সালের ২৮ জুন, স্বাগতিক স্কোন্টো ফুটবল ক্লাব ও এফকে টরপেডো'র মধ্যকার ম্যাচের মাধ্যমে এই স্টেডিয়ামের উদ্বোধন করা হয়।[১] ৮,০৮৭ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্থাপনাটি লাটভিয়ার বৃহত্তম ফুটবল স্টেডিয়াম এবং দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া স্থাপনা। এটি স্কোন্টো ও রিগা ফুটবল ক্লাব এবং লাটভিয়ার জাতীয় ফুটবল দলের স্বাগতিক মাঠ।[৩]
কাঠামো[সম্পাদনা]
স্টেডিয়ামের ফুটবল মাঠের দক্ষিণ-পূর্ব দিক ছাড়া বাকি তিন দিকে ছাউনিযুক্ত দর্শক বসার আসনব্যবস্থা আছে। ৮,০৮৭ দর্শক আসন ছাড়াও ৭৯ জন সাংবাদিক বসার সংবাদ কক্ষ ও ১২০ জন দর্শক বসার বিশেষ সুবিধাপ্রাপ্ত কক্ষ আছে।[২] কৃত্রিম ঘাসযুক্ত মাঠের 'ইনডোর' কমপ্লেক্স 'অলিম্পিক স্কোন্টো হল' এই স্টেডিয়ামের মূল কমপ্লেক্সের অন্তর্গত।
ব্যবহার[সম্পাদনা]
স্টেডিয়ামটি মূলত ফুটবল খেলা আয়োজনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এছাড়াও এখানে সঙ্গীত কনসার্ট, জাতীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের আয়োজন হয়েছে। ২০০০ সালে নির্মাণের পর হতে স্টেডিয়ামটি লাটভিয়ার ঘরোয়া লীগের প্রথম স্তর লাটভিয়ান হাইয়ার লিগ - ভিরস্লিগায় খেলা স্কোন্টো ফুটবল ক্লাব, লাটভিয়ার জাতীয় ফুটবল দল এবং লাটভিয়ার অনূর্ধ্ব-২১ দলের স্বাগতিক মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০০৯ সালে ফুটবল ক্লাব এফকে ভেন্টস্পিলস নিজেদের স্টেডিয়ামে কারিগরি জটিলতার কারণে উয়েফা ইউরোপা লীগের একটি ম্যাচ এই স্টেডিয়ামে খেলে।
২০০৩ সালে স্টেডিয়ামটিতে লাটভিয়ান সঙ্গীত ও নৃত্য উৎসবের আয়োজন করা হয়। ২০০৮ সালে এখানে এরোস্মিথ ও মেটালিকা ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এই স্টেডিয়ামে স্নুপডগ, ম্যাসিভ এটাক, ডেপেচে মুড, এলটন জন ও একন সঙ্গীত পরিবেশন করেছেন।[১]
দর্শক উপস্থিতি[সম্পাদনা]
২০০৮ সালে আয়োজিত এরোস্মিথ ও মেটালিকা ব্যান্ডের কনসার্ট দুইটি যথাক্রমে ৩২,০০০ ও ৩৩,০০০ দর্শক উপভোগ করে; যা স্টেডিয়ামটিতে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড।[১] ২০০৩ সালে অনুষ্ঠিত স্বাগতিক লাটভিয়া ও তুরস্কের মধ্যে হওয়াউয়েফা ইউরো ২০০৪ -এর বাছাইপর্বের ম্যাচে ৯,০০০ দর্শক হয়েছিল, এটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত যেকোন ফুটবল ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।[৩]
চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ Lielisks stadions gaida lielisku spēli Arturs Vaiders, Diena
- ↑ ক খ http://stadiumdb.com/stadiums/lva/skonto_stadions
- ↑ ক খ "Latvia vs Turkey, 15 November 2003, Euro 2004 Qualifying"। eu-football.info (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১।
বহিঃসংযোগ[সম্পাদনা]