সৌসির বড় মসজিদ
সৌসির বড় মসজিদ | |
---|---|
الجامع الكبير بسوسة | |
![]() সৌসির বড় মসজিদ | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | সৌসি |
অঞ্চল | উত্তর আফ্রিকা |
অবস্থান | |
অবস্থান | সৌসি, তিউনিসিয়া |
দেশ | তিউনিসিয়া |
স্থানাঙ্ক | ৩৫°৪৯′৩৭″ উত্তর ১০°৩৮′২৩″ পূর্ব / ৩৫.৮২৬৯৪° উত্তর ১০.৬৩৯৭২° পূর্ব |
স্থাপত্য | |
স্থপতি | মুদাম [১] |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামিক স্থাপত্য |
সম্পূর্ণ হয় | ৮৫১[১] |
সৌসির বড় মসজিদ তিউনিসিয়ার উপকূলীয় শহর সৌসির একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি আগলাবি রাজবংশের অধীনস্থ আব্বাসীয় খিলাফতের আমির আবু আল-আব্বাস মুহাম্মদ আল-আঘলবী কর্তৃক ৮৫১ সালে নির্মাণ করা হয়। দশম ও সপ্তদশ শতাব্দীতে মসজিদটি বেশ কয়েকবার সংস্কার ও মেরামত করা হয়। মসজিদটি রিবাতের সংলগ্ন হওয়ায়, এর পিছন দিক থেকে আক্রমণকারীরা আক্রমণ করতে পারে সেইজন্য ঝুল-বারান্দা এবং বজরাসহ মসজিদটির প্রাচীর শক্তিশালী করে নির্মাণ করা হয়েছে।[২] মসজিদটিকে ইউনেস্কো সৌসির মদিনার অংশ হিসেবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। [৩]
স্থাপত্য[সম্পাদনা]
মসজিদে একটি নামাজঘর এবং একটি অযুখানা আছে। নামাজঘরটি চতুষ্কোণ আকৃতির এবং মাঝখানে দুটি গম্বুজ এবং মাঝের দেয়ালে একটি মিহরাব আছে। মসজিদের মিহরাবের সামনে নির্মিত কয়েকটি গম্বুজ উমাইয়া এবং আব্বাসীয় আমলের , অন্যগুলো জেরুজালেমের আল-আকসা মসজিদ (৭০৫) এবং দামেস্কের উমাইয়া মসজিদের (৭১৫) অনুরূপ।[৪] মিহরাবটির সজ্জা জিরিদ সময়কালের এবং এটি কুফিক শিলালিপি দিয়ে গঠিত। মসজিদের সম্মুখের উপরের শিলালিপিতে মুদামের নামের আমিরের মুক্ত দাসের নাম উল্লেখ করা আছে। যিনি মসজিদ ভবনের প্রধান নির্মাতা এবং নির্মাণ কাজের তদারকি করেছেন। মসজিদের কোনও মিনার নেই সুতরাং উত্তর-পূর্ব কোণের গম্বুজযুক্ত কিওসক(ছোট গম্বুজযুক্ত ঘর) থেকে আযান দেওয়া হয়। এটিতে অযুখানা থেকে সহজেই যাওয়া যায়।[২]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ Great Mosque of Sousse. Museum with No Frontiers. Retrieved 8-1-2017.
- ↑ ক খ The Great Mosque of Sousse. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুলাই ২০২০ তারিখে Ministry of Culture. Retrieved 8-1-2017.
- ↑ 498. UNESCO. Retrieved 8-1-2017.
- ↑ Necipogulu, 1998, p.14.
বহিঃসংযোগ[সম্পাদনা]
