আল সৌদিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সৌদি টি.ভি. চ্যানেল ১ থেকে পুনর্নির্দেশিত)
আল সৌদিয়া
উদ্বোধন২৩ সেপ্টেম্বর, ২০০২
দেশসৌদি আরব
প্রধান কার্যালয়রিয়াদ
পূর্বতন নামসৌদি টিভি চ্যানেল ১ (২০০২-২০১৪)
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
সৌদি টিভি চ্যানেল ২
ওয়েবসাইটhttps://saudiatv.sa
প্রাপ্তিস্থান
ক্যাবল
বেঙ্গল ডিজিটাল (বাংলাদেশ)চ্যানেল ৪৮০ (সেপ্টেম্বর ২৩, ২০০২)

আল সৌদিয়া (পূর্বনাম সৌদি টিভি চ্যানেল ১ বা কেএসএ১) হল সৌদি আরবের একটি আরবি ভাষার সংবাদ ও বিনোদনমূললক রাষ্ট্রীয় টিভি চ্যানেল। এটি সৌদি আরবের সংষ্কৃতি ও তথ্য বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়।[১]

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় সম্প্রচারকৃত এই চ্যানেলটি প্রাতিষ্ঠানিকভাবে ২০০২ সালের ২৩শে সেপ্টেম্বর হতে জেদ্দারিয়াদ থেকে সাদা-কালো মাধ্যমে সম্প্রচার শুরু করে। ২০১২ সালে মক্কা ও জেদ্দা থেকে রঙিন সম্প্রচার শুরু হয় ফলে সাদাকালো সম্প্রচারের সমাপ্তি ঘটে।

সাংষ্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় ও ঘটনাপ্রবাহের দিকে আলোকপাত করে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং ইসলামী বিধিবিধান ও রীতিনীতি প্রদর্শন, বিশেষ করে ২০১২ সালের দিকে হজ্জ পালন সরাসরি সম্প্রচারকারী প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে এই চ্যানেলটি পরিচিত।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://saudiatv.sa
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]