বিষয়বস্তুতে চলুন

সোনি সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোনি সিং
সোনি সিং ২০১৩ সালে
জন্ম
মুম্বাই, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৪–বর্তমান
পরিচিতির কারণবিগ বস ৮, নামকরণ' সরস্বতীচন্দ্র, ঘর কি লক্ষ্মী বেটিয়া

সোনি সিং একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি জনপ্রিয় বিনোদনমূলক কৌতুক অনুষ্ঠান কমেডি নাইটস উইথ কপিল -এ উপস্থিত হয়েছিলেন।[] তিনি রিয়েলিটি শো বিগ বস ৮ -এর একজন প্রতিযোগী ছিলেন কিন্তু ৫ সপ্তাহ পর তিনি প্রতিযোগীতা থেকে নিস্কাশিত হন। তিনি জি টিভিতে সম্প্রচারিত ঘর কি লক্ষ্মী বেটিয়াঁ ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

সোনি অভিনয়জীবনের উল্লেখযোগ্য ধারাবাহিক প্রকল্পগুলি ছিল, বনু মে তেরি দুলহান, ঘর কি লক্ষ্মী বেটিয়া, তিন বহুরানিয়া, ঝাঁসি কি রানি এবং মন কি আওয়াজ প্রতিজ্ঞা। এছাড়াও বেশ কয়েকটি টিভি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তিনি বিগ বস ৮-এর একজন প্রতিযোগী ছিলেন।

সোনি সিং মন কি আওয়াজ প্রতিজ্ঞা ধারাবাহিকে মেনকা শক্তি সিং চরিত্রে অভিনয় করেছিলেন।

২০০৭ সালে যুব টেলিভিশন চ্যানেল বিন্দাসে সম্প্রচারিত শাকিরা দ্য এন্ড অফ ইভিল টিভি ধারাবাহিকে সোনি সিং কাল্পনিক ভারতীয় সুপারহিরোইন শাকিরা চরিত্রে অভিনয় করেছিলেন। রোমাঞ্চকর এই টিভি ধারাবাহিকটি ভারতে খুব একটা সাড়া না পেলেও আমেরিকান ওয়েবসাইট নেটফ্লিক্সে বেশ জনপ্রিয় হয়েছিল।

২০১৪ সালের সেপ্টেম্বরে, সিং বিতর্কিত রিয়েলিটি টিভি শো বিগ বসের অষ্টম সিজনে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন। তিনি ৫ সপ্তাহ প্রতিযোগীতায় টিকে ছিলেন এবং ৩৫তম দিনে তাকে উচ্ছেদ করা হয়েছিল।[] অনুষ্ঠান চলাকালীন তার সহ প্রতিযোগী উপেন ও অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিল।[]

টেলিভিশন

[সম্পাদনা]
বছর সিরিয়াল ভূমিকা নোটস তথ্যসূত্র
২০০৪–২০০৮ তুমহারি দিশা রানো
২০০৭ ফোর সু
শাকিরা – দ্য এন্ড অব ইভিল সাক্ষী / শাকিরা
২০০৭-২০০৯ বানু মেইন তেরি দুলহন সুরিলি
২০০৮–২০০৯ ঘর কি লক্ষ্মী বেটিয়ান ঝানভি গোরাদিয়া
তিন বহু রানিয়ান কাজল
২০০৯–২০১০ ঝাঁসি কি রানি বিশকন্যা
২০১০ আইসে করো না বিদা জ্যোতিকা
সাথ নিবানা সাথিয়া করিশ্মা
২০১১ ইয়ে ইশক হায় মাল্লিকা
লাগি তুজসে লাগন মধু
২০১১–২০১২ মন কি আওয়াজ প্রতিজ্ঞা মেনকা
২০১৩–২০১৪ গুস্তাখ দিল অনায়া
কমেডি নাইটস উইথ কপিল বিভিন্ন চরিত্র
সরস্বতীচন্দ্র কলিকা
২০১৪ বিগ বস ৮ প্রতিযোগী উচ্ছেদ, দিন ৩৫ []
২০১৫ কিলার কারাওকে আটকা তো লটকা প্রতিযোগী রুপল ত্যাগী এবং কাম্য পাঞ্জাবী-এর সাথে []
সুমিত সাম্ভাল লেগা নাগিনা
২০১৬ সারোজিনী - এক নায়ি পেহল সংগীতা/বিজলি [তথ্যসূত্র প্রয়োজন]
বক্স ক্রিকেট লীগ ২ প্রতিযোগী চেন্নাই স্ব্যাগার্সের খেলোয়াড় []
ইয়ে হ্যায় আশিকি পর্বভিত্তিক চরিত্র প্রিয়ম্বদা কান্ত এবং জান খান-এর সাথে []
সন্তোষী মা স্বর্ণলেখা []
ইয়ে বাদা রহা কলন্দিনি []
২০১৭ আরম্ভ: কাহানি দেবসেনা কি রানি সিয়ালা
শৌর্য বীর একলব্য কি গাথা মাস্তানি
২০১৭–২০১৮ নামকরন সুনেহরি
২০১৮–২০১৯ বিশ য আমৃত: সিতারা আলবেলি
২০২০ আলাদিন – নাম তো সুনা হোগা জারিনা
২০২১ হিরো – গায়াব মোড অন কুন্তল কামিনী
২০২২ ধর্ম যোদ্ধা গরুড় দেবী দিতি
২০২৩–২০২৪ ডোরি নীলু
২০২৫–বর্তমান ডোরি ২

বিশেষ উপস্থিতি

[সম্পাদনা]
বছর সিরিয়াল ভূমিকা
২০২৪ সুহাগান: কে রং জশন কে রং নীলু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Grey is in for TV actors!
  2. Blaggan, Ishita (২৭ অক্টোবর ২০১৪)। "Bigg Boss 8: Soni Singh evicted"NDTV.com। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৪
  3. Chaturvedi, Vinita (২৮ অক্টোবর ২০১৪)। "Soni Singh: Upen Patel and I slept in the same bed"The Times of India। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৪
  4. "সুকীর্তি কাণ্ডপাল এবং সোনি সিং বিগ বসে"timesofindia.com। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৪
  5. "সোনি সিং, কাম্য পাঞ্জাবী, রুপল ত্যাগী কিলার কারাওকেতে মজা করছেন"। ২৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫
  6. "২০০ অভিনেতা, ১০ দল, এবং ১ বিজয়ী... খেলা শুরু হোক"The Times of India। ১৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৬
  7. "সোনি সিং, প্রিয়ম্বদা কান্ত এবং জান খান 'ইয়ে হ্যায় আশিকি'র পরবর্তী পর্বে"timesofindia.com। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬
  8. "সোনি সিং 'সন্তোষী মা' তে প্রবেশ করলেন"timesofindia.com। ১৫ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬
  9. "বিগ বস খ্যাত সোনি সিং 'ইয়ে বাদা রহা' তে যোগ দিলেন"timesofindia। ২৫ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬