সৈয়দ সাখাওয়াত হোসেন
অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন | |
---|---|
উপাচার্য | |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১২ | |
উত্তরসূরী | শামস-উদ-দীন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | টাঙ্গাইল জেলা, বাংলাদেশ | ১ মে ১৯৫৩
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বার্লিন কারিগরি বিশ্ববিদ্যালয়, জার্মানি |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
সৈয়দ সাখাওয়াত হোসেন (জন্ম: ১ মে ১৯৫৩) একজন বাংলাদেশী কৃষিবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[১]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]সাখাওয়াত হোসেন ১৯৫৩ সালের ১ মে টাঙ্গাইলের জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ থেকে ১৯৭৩ সালে বিএসসি (সম্মান) এবং পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৫ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি জার্মানির বার্লিন কারিগরি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যে অবস্থিত ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রুরাল স্টাডিজ থেকে ২০০১ সালে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[২][৩]
কর্মজীবন
[সম্পাদনা]সৈয়দ সাখাওয়াত হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপ্রজনন এবং কৌলিবিজ্ঞান বিভাগে ১৯৭৫ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি ১৯৭৯ সালে সহকারী অধ্যাপক, ১৯৮৬ সালে সহযোগী অধ্যাপক ও ১৯৯৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।[৩] তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন ও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার উদ্যেগে ওই বিশ্ববিদ্যালয়ে ৪ টি নতুন অনুষদ ও ২২ টি নতুন বিভাগ প্রতিষ্ঠিত হয়।[২][৪]
গবেষণা ও প্রকাশনা
[সম্পাদনা]জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অর্ধশতাধিক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি দুইটি বইও রচনা করেছেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে বাংলাদেশ"। সবুজ বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকম। ১৩ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের জীবনবৃত্তান্ত"। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "পবিপ্রবিতে সাবেক ভিসি প্রফেসর ড. সৈয়দ শাখাওয়াত হোসেন'র আগমনে মতবিনিময়"। প্রবাসীর দিগন্ত। ৮ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪।