বিষয়বস্তুতে চলুন

সৈয়দ জিয়াউল আহসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ জিয়াউল আহসান
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার
কাজের মেয়াদ
২৭ সেপ্টেম্বর ১৯৫৮  ৭ অক্টোবর ১৯৫৮
পূর্বসূরীশাহেদ আলী পাটোয়ারী
উত্তরসূরীগমির উদ্দিন প্রধান
মোঃ মশিহুল আজম খান
ব্যক্তিগত বিবরণ
জন্মসৈয়দ আবু নাসের জিয়াউল আহসান
১৯১৭
বাকেরগঞ্জ জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু১৪ নভেম্বর ১৯৬৭
ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান
রাজনৈতিক দলআওয়ামী লীগ
আত্মীয়স্বজনসৈয়দ কামরুল আহসান (ভাই)
বাসস্থানপুরান ঢাকা

সৈয়দ আবু নাসের জিয়াউল আহসান বাংলাদেশের পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড নিবাসী পূর্ব পাকিস্তানি রাজনীতিবিদ ছিলেন।[] তিনি বামনার সৈয়দ জমিদার পরিবারের সদস্য।[] আহসান ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন।[] ১৯৫৪ সালে পূর্ববঙ্গ আইনসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন। তবে পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগে যোগদান করেন।[] ২৬ সেপ্টেম্বর ১৯৫৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারী মৃত্যুবরণ করেন।[] তারপরের দিন নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আহসানকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হয়।[] অসুস্থতাজনিত কারণে ১৪ নভেম্বর ১৯৬৭ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সৈয়দ জিয়াউল আহসান"প্রথম আলো। ১৪ নভেম্বর ২০১৩।
  2. সিরাজ উদদীন আহমেদ (২০১০)। "বামনার জমিদার চৌধুরী পরিবার"। বরিশাল বিভাগের ইতিহাস। খণ্ড ১। ঢাকা: ভাস্কর প্রকাশনী।
  3. 1 2 "সাবেক ডেপুটি স্পীকারের এন্তেকাল"। দৈনিক আজাদ। ১৫ নভেম্বর ১৯৬৭। পৃ. ১০।
  4. "Ziaul Ahsan passes away"। দ্য পাকিস্তান অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ১৫ নভেম্বর ১৯৬৭। পৃ. ১০।
  5. মুয়ায্‌যম হুসায়ন খান (২০১২)। "আলী, শাহেদ১"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  6. "স্পীকারের দায়িত্ব পরিচালনা অস্থায়ীভাবে জনাব জিয়াউল আহসানের নিয়োগ ঘোষণা"। দৈনিক আজাদ। ২৭ নভেম্বর ১৯৫৮। পৃ. ১।