সৈয়দ জিয়াউল আহসান
অবয়ব
সৈয়দ জিয়াউল আহসান | |
|---|---|
| পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার | |
| কাজের মেয়াদ ২৭ সেপ্টেম্বর ১৯৫৮ – ৭ অক্টোবর ১৯৫৮ | |
| পূর্বসূরী | শাহেদ আলী পাটোয়ারী |
| উত্তরসূরী | গমির উদ্দিন প্রধান মোঃ মশিহুল আজম খান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | সৈয়দ আবু নাসের জিয়াউল আহসান ১৯১৭ বাকেরগঞ্জ জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ১৪ নভেম্বর ১৯৬৭ ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান |
| রাজনৈতিক দল | আওয়ামী লীগ |
| আত্মীয়স্বজন | সৈয়দ কামরুল আহসান (ভাই) |
| বাসস্থান | পুরান ঢাকা |
সৈয়দ আবু নাসের জিয়াউল আহসান বাংলাদেশের পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড নিবাসী পূর্ব পাকিস্তানি রাজনীতিবিদ ছিলেন।[১] তিনি বামনার সৈয়দ জমিদার পরিবারের সদস্য।[২] আহসান ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন।[৩] ১৯৫৪ সালে পূর্ববঙ্গ আইনসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন। তবে পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগে যোগদান করেন।[৪] ২৬ সেপ্টেম্বর ১৯৫৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারী মৃত্যুবরণ করেন।[৫] তারপরের দিন নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আহসানকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হয়।[৬] অসুস্থতাজনিত কারণে ১৪ নভেম্বর ১৯৬৭ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সৈয়দ জিয়াউল আহসান"। প্রথম আলো। ১৪ নভেম্বর ২০১৩।
- ↑ সিরাজ উদদীন আহমেদ (২০১০)। "বামনার জমিদার চৌধুরী পরিবার"। বরিশাল বিভাগের ইতিহাস। খণ্ড ১। ঢাকা: ভাস্কর প্রকাশনী।
- 1 2 "সাবেক ডেপুটি স্পীকারের এন্তেকাল"। দৈনিক আজাদ। ১৫ নভেম্বর ১৯৬৭। পৃ. ১০।
- ↑ "Ziaul Ahsan passes away"। দ্য পাকিস্তান অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ১৫ নভেম্বর ১৯৬৭। পৃ. ১০।
- ↑ মুয়ায্যম হুসায়ন খান (২০১২)। "আলী, শাহেদ১"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ "স্পীকারের দায়িত্ব পরিচালনা অস্থায়ীভাবে জনাব জিয়াউল আহসানের নিয়োগ ঘোষণা"। দৈনিক আজাদ। ২৭ নভেম্বর ১৯৫৮। পৃ. ১।